Advertisement
Advertisement
CM Mamata Banerjee

কাঁধে অস্ত্রোপচার, হাসপাতাল থেকে বেরিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী

দুপুরেই রুটিন চেকআপের জন্য হাসপাতালে এসেছিলেন।

CM Mamata Banerjee undergoes surgery at SSKM Hospital | Sangbad Pratidin

হাসপাতাল থেকে বেরিয়ে নতুন বছরের শুভেচ্ছা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ছবি: সায়ন্তন ঘোষ।

Published by: Paramita Paul
  • Posted:December 29, 2023 7:23 pm
  • Updated:December 29, 2023 8:11 pm  

স্টাফ রিপোর্টার: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কাঁধে অস্ত্রোপচার করা হয়েছে। শুক্রবার সন্ধেয় জানালেন এসএসকেএম হাসপাতালের ডিরেক্টর ডা. মণিময় বন্দ্যোপাধ্যায়। তবে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। কালীঘাটের উদ্দেশে রওনা দিয়েছেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী জানান, সুস্থই আছেন। রাজ্যবাসীকে নতুন বছরের শুভেচ্ছাও জানালেন তিনি। 

শুক্রবার দুপুর পৌনে তিনটে নাগাদ আচমকাই এসএসকেএম হাসপাতালে উপস্থিত হন মমতা। উডবার্নে ওয়ার্ডে ঢোকার মুখে দেখেন হাসপাতাল চত্বরে ভিড় জমে গিয়েছে। তা দেখেই সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রীর প্রশ্ন, “কী ব্যাপার? এখানে এতো ভিড় কেন?” তার পরই তিনি নিজেই জানিয়ে দেন, “সময় হয় না, তাই চেকআপ করাতে এসেছি। কিছু এক্স রে, ইসিজি করাব।” হাসপাতালের ডিরেক্টর সন্ধেয় সাংবাদিক বৈঠক করে জানান, স্বাস্থ্যপরীক্ষার সময় তাঁর ডান কাঁধে একটি ছোট টিউমার পাওয়া গিয়েছিল। এই কাঁধেই তাঁর পুরনো ক্ষত ছিল। সেখানে ছোট্ট একটি অস্ত্রোপচার করা হয়েছে। তবে তিনি এখন সুস্থ রয়েছেন। মুখ্যমন্ত্রীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। বেরিয়ে মমতা জানান, সামনেই নতুন বছর। বিশ্বের সকলের ভালো কাটুক বছর। 

Advertisement

[আরও পড়ুন: বছরের শেষে দেশের সবচেয়ে বড় ডোপিং বিতর্ক! ব্যর্থ হয়ে নির্বাসিত ২৫জন অ্যাথলিট]

এসএসকেএম হাসপাতাল সূত্রে খবর, কয়েক দিন আগেই মুখ্যমন্ত্রীর ডান কাঁধে একটি ছোট টিউমারের হদিশ মিলেছিল। বারবার বলা সত্বেও তিনি অস্ত্রোপচার করাচ্ছিলেন না। অবশেষে এসএসকেএমের চিকিৎসকদের অনুরোধে শুক্রবার তিনি হাসপাতালে আসতে রাজি হন। এদিন কিছু রিপোর্ট দেখে অস্ত্রোপচারের চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছিলেন চিকিৎসকরা। সেইমতো এদিন মুখ্যমন্ত্রীর কাঁধে ছোট্ট অস্ত্রোপচার করা হল। 

[আরও পড়ুন: সেঞ্চুরিয়নে হারের খেসারত, WTC পয়েন্ট টেবিলে বাংলাদেশ-পাকিস্তানেরও নীচে ভার‍ত]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement