Advertisement
Advertisement

Breaking News

RG Kar

‘রবিবারের মধ্যে ফাঁসির আবেদন জানাতে হবে সিবিআইকে’, আর জি কর কাণ্ডে পথে নামছেন মুখ্যমন্ত্রী

আর জি কর কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। হাই কোর্টের নির্দেশে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে বেহালা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী তিনদিনের মধ্যে সিবিআইকে ফাঁসির আবেদন করতে হবে।"

CM Mamata Banerjee to protest on RG Kar death incident

ফাইল ছবি।

Published by: Subhankar Patra
  • Posted:August 14, 2024 8:08 pm
  • Updated:August 15, 2024 1:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আর জি কর কাণ্ডে উত্তপ্ত হয়ে উঠছে রাজ্য রাজনীতি। হাই কোর্টের নির্দেশে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের তদন্তভার গিয়েছে সিবিআইয়ের হাতে। প্রাক স্বাধীনতার অনুষ্ঠানে বেহালা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আগামী তিনদিনের মধ্যে সিবিআইকে চার্জশিট গঠন করে ফাঁসির আবেদন করতে হবে।” উল্লেখ্য, পুলিশকে রবিবার পর্যন্ত সময় দিয়ে রেখেছিলেন মুখ্যমন্ত্রী। তার আগেই সিবিআই নির্দেশ দেয় কলকাতা হাই কোর্ট। এদিকে ১৬ তারিখ আর জি কর কাণ্ডের প্রতিবাদে দোষীর ফাঁসির দাবি জানিয়ে পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মৌলালি মোড় থেকে ডোরিনা ক্রসিং পর্যন্ত মিছিল করবেন মুখ্যমন্ত্রী।

সোমবারে নির্যাতিতা তরুণীর পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। সেই দিনই তিনি আশ্বাস দেন রবিবারের মধ্যে কলকাতা পুলিশ তদন্ত সম্পূর্ণ করবে। তা করতে না পারলে সিবিআইকে তিনি তদন্তভার তুলে দেবেন। তার আগেই একটি মামলায় কেন্দ্রীয় তদন্তকারী এই সংস্থাকে তদন্তভার দেয় কলকাতা হাই কোর্ট। আজ বেহালা থেকে মমতা বন্দ্যোপাধায় বলেন, “রবিবারের মধ্যে সিবিআইকে ফাঁসির আবেদন করতে হবে। পুলিশ অর্ধেক কাজ করে দিয়েছে। পুলিশ না পারলে আমি সিবিআইকে কেসটা দিতাম। আমাকে দিতে হয়নি। দোষীর ফাঁসি হোক। কোনও নির্দোষের সাজা যেন না হয়।”

Advertisement

এদিকে আর জি কর কাণ্ডে দিনে দিনে আন্দোলনের তীব্রতা বাড়ছে। শাসকদলের অভিযোগ এই আবহে ঘোলা জলে মাছ ধরতে নেমে পড়েছে বিরোধীরা। বৃহস্পতিবার রাত দখলের ডাক দিয়েছে বাম মনভাবাপন্ন সংগঠনগুলি। তার পালটা দিয়ে শনিবার পথে নামতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেদিন বিকেল ৪ থেকে আর জি কর ঘটনার প্রতিবাদ জানিয়ে পথে নামবেন মুখ্যমন্ত্রী। হাজরা মোড়ের স্বাধীনতা দিবসের অনুষ্ঠান থেকে একথা নিজেই জানিয়েছেন তিনি।

অন্যদিকে, ১৭ ও ১৮ তারিখ রাজ্যজুড়ে আর জি কর কাণ্ডের প্রতিবাদ জানিয়ে ব্লকে, পুরসভায় প্রতিবাদ জানাবে তৃণমূল। এই দুই দিন সব জায়গায় দোষীর ফাঁসি চেয়ে এবং বাম ও বিজেপির রাজনৈতিক ফায়দার অভিযোগে মিছিল ও ধরনায় বসবে তৃণমূল নেতৃত্ব। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement