Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

‘ওটা তৃণমূলের নয়, সরকারের’, স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী

স্কুলের পোশাকে বিশ্ব বাংলা লোগো বিতর্কের জল গড়িয়েছে কলকাতা হাই কোর্টেও।

CM Mamata Banerjee takes jibe at critics over Biswa Bangla logo on school uniform । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:March 23, 2022 1:04 pm
  • Updated:March 23, 2022 1:47 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি স্কুলের নীল-সাদা পোশাকে ‘বিশ্ব বাংলা’ লোগো বিতর্ক নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এই ইস্যুতে মামলাকারীকে একহাত নিলেন তিনি। মুখ্যমন্ত্রীর দাবি, বাংলায় আঁচালেও তৃণমূলের দোষ হয়। 

এদিন নেতাজি ইন্ডোরে বিধবা ভাতাপ্রদান অনুষ্ঠানের মঞ্চে দাঁড়িয়ে তিনি বলেন, “আমি আমার বাংলা নামটাকে ভুলে যাই কী করে? সরকারি স্কুলে জুতো, পোশাক দিই। তাতে একটা লোগো থাকবে। তারা বাংলার নাম গর্ব করে বলবে। কে একটা কোর্টে গিয়ে বলল তৃণমূলের লোগো। খোঁজ রাখে না। সবকিছুতেই তৃণমূলের দোষ। লোগোটা আমি তৈরি করেছিলাম। তৈরি করে বাংলা সরকারকে দিয়েছিলাম। সরকারের যত লোগো সবই আমার করে দেওয়া। তার জন্য পয়সা নিই না। বেসরকারি স্কুল ইচ্ছামতো ব্যাজ ব্যবহার করতে পারে। সরকারি স্কুলও করতে পারে। বারণ করিনি। শুধু স্কুলের পোশাকে একটা লোগো থাকবে।” কেন্দ্রীয় সরকারকে খোঁচা দিয়ে তিনি আরও বলেন, “ভারত সরকার সিলমোহর লাগাতেই পারে। বাংলার সরকার পারে না। দিল্লির লোকেরা নিজেদের ছবি লাগিয়ে দিত। আমরা সেসব করি না।”

Advertisement

[আরও পড়ুন: রামপুরহাট কাণ্ডে স্বতঃপ্রণোদিত মামলা গ্রহণ হাই কোর্টের, আজই শুনানি]

স্কুলের ছাত্রদের পোশাক সাদা প্যান্ট এবং নীল জামা। আর ছাত্রীদের সাদা শার্ট এবং নীল টিউনিক ফ্রক। তৈরি হবে নীল-সাদা সালোয়ার কামিজও। প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণির ছাত্রদের একটি হাফ ও একটি ফুলপ্যান্ট দেওয়া হবে। তারা পাবে একটি হাফ ও একটি ফুল শার্ট। প্রাক-প্রাথমিক থেকে দ্বিতীয় শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে শার্ট ও টিউনিক ফ্রক। তৃতীয় থেকে পঞ্চম শ্রেণির ছাত্রীরা পাবে শার্ট ও স্কার্ট। ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণির ছাত্রীদের জন্য থাকবে দুই সেট করে সালোয়ার কামিজ ও দু’টি করে ওড়না। পোশাকের পকেটের কাছে থাকবে ‘বিশ্ব বাংলা’ লোগো (Biswa Bangla Logo)। রবিবার শিক্ষাদপ্তরের তরফে জারি করা বিজ্ঞপ্তিতে এসব বিস্তারিত জানানো হয়েছে।

School-Uniform

সোমবার তার পরিপ্রেক্ষিতেই জনস্বার্থ মামলা (PIL) দায়ের হল হাই কোর্টে। জানা গিয়েছে, AISF অর্থাৎ বাম ছাত্র সংগঠনের তরফে আইনজীবী সৌমেন হালদার মামলাটি দায়ের করে সরকারি বিজ্ঞপ্তির উপর স্থগিতাদেশের আবেদন জানান। এই নির্দেশের বিরোধিতায় সরব বিজেপির একাংশও। 

[আরও পড়ুন: আগামী দিনে সব শূন্যপদ পূরণ করবে রাজ্য, দ্রুত শুরু শিক্ষক নিয়োগ, বিধানসভায় আশ্বাস ব্রাত্যর]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement