Advertisement
Advertisement
CM Mamata Banerjee union home minister Amit Shah

‘অমিতজি, আপনার মুখে এত মিথ্যে কথা মানায় না’, রাজ্যের খতিয়ান নিয়ে জবাব মমতার

'রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব, কিন্তু জনগণমনকে অপমান মানব না', তোপ মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee slams union home minister Amit Shah ।Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:December 21, 2020 4:55 pm
  • Updated:December 21, 2020 4:57 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভা নির্বাচনের (Assembly Election 2021) আগে অমিত শাহের বঙ্গ সফর নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। তার ঠিক পরেরদিন নবান্নে সাংবাদিক বৈঠক করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে একহাত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার প্রমাণ-সহ কেন্দ্রীয় মন্ত্রীর দাবির পালটা জবাব দেওয়া হবে বলেও জানান তিনি।

জেপি নাড্ডার (J.P.Nadda) কনভয়ে হামলা নিয়ে উত্তপ্ত ছিল রাজনীতির অলিন্দ। সেই পরিস্থিতিতেই শুক্রবার গভীর রাতে বঙ্গে আসেন অমিত শাহ। ঠাসা কর্মসূচি নিয়ে শনিবার মেদিনীপুর এবং রবিবার বীরভূমে যান তিনি। পরপর দু’দিনই দুই জায়গা থেকে বাংলার সরকারকে একহাত নেন। বারবার দাবি করেন বিধানসভা নির্বাচনে জিতলে সোনার বাংলা গড়ে দেখাবে গেরুয়া শিবির। সোমবার অমিত শাহের (Amit Shah) সোনার বাংলা গড়ার ডাকের তীব্র বিরোধিতা করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর খোঁচা, “সোনা, রুপো, তামার মানে জানেন? গোলা, দাঙ্গা, আগ্নেয়াস্ত্র জানেন তো?” রবীন্দ্রনাথকে অপমান করা হচ্ছে বলেও তোপ দাগেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “রবীন্দ্র সংস্কৃতি আমাদের গর্ব, রাঙামাটির মানুষদের নিয়ে মিছিল করব বোলপুরে। রবীন্দ্রনাথ নাকি জোড়াসাঁকোতে না, বিশ্বভারতীতে জন্মেছেন। ওদের একাত্মবাদ, বহুত্মবাদ নিয়ে গবেষণা করতে হবে এবার। রবীন্দ্র, নজরুলের আন্তর্জাতিক চেতনার জন্য বিশ্বে খ্যাতি। রবীন্দ্রনাথ, বিবেকানন্দ পড়তে বলুন। রবীন্দ্রনাথ নিয়ে অবমাননা মানব না। জনগনমণ বদলে দেবে? রক্ত দেওয়ার জন্য তৈরি থাকব, কিন্তু জনগণমনকে অপমান মানব না।”

Advertisement

[আরও পড়ুন: টানাপোড়েন শেষ, শুভেন্দু অধিকারীর ইস্তফাপত্র গ্রহণ বিধানসভার স্পিকারের]

মমতা বন্দ্যোপাধ্যায়ের কংগ্রেস ছেড়ে যাওয়া, আয়ুষ্মান ভারত প্রকল্পে বঞ্চনা, পিএম কিষাণ যোজনা নিয়ে বঞ্চনা, বিজেপি কর্মীদের ‘খুন’, নরেন্দ্র মোদির পাঠানো খাদ্যশস্য তৃণমূল কর্মীদের নিয়ে নেওয়া, জেপি নাড্ডার বাংলা সফরে পর্যাপ্ত সুরক্ষা না দেওয়া, নরেন্দ্র মোদি বাংলার গরিব মানুষদের জন্য আবাসনের ব্যবস্থা করেছেন-সহ একাধিক দাবি করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। সেই দাবিগুলিও খারিজ করেন বাংলার মুখ্যমন্ত্রী। তাঁর কটাক্ষ, “অমিতজি, আপনার মুখে এত মিথ্যে কথা মানায় না”। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার প্রমাণ-সহ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবির পালটা জবাব দেবেন বলেও হুঁশিয়ারি তাঁর। ওইদিন ঠিক কী বলেন মমতা বন্দ্যোপাধ্যায় সেদিকেই তাকিয়ে গোটা রাজনৈতিক মহল। এদিকে, CAA নিয়েও বিজেপিকে একহাত নেন তিনি। বলেন, “বিজেপি (BJP) চিটিংবাজ পার্টি। যা ইচ্ছে বলতে পারে। CAA করল কেন? ১৯৭১ এর আগে যারা এসেছেন প্রত্যেকে এ দেশের নাগরিক। মতুয়াদের নিয়ে রাজনীতি করছে। ওরা কে কারও ভাগ্য ঠিক করে দেওয়ার? নিজেদের ভাগ্য নিজেরা ঠিক করুক। আমরা লড়াই লড়ে নেব” 

[আরও পড়ুন: রাজনীতির টানাপোড়েনে দাম্পত্যে ভাঙন, সুজাতাকে বিচ্ছেদের নোটিস পাঠাচ্ছেন ‘ব্যথিত’ সৌমিত্র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement