সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিধানসভায় বিস্ফোরক অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী। নাম না করে তোপ দাগলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে। নাম উহ্য রেখে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) দাবি, বালিগঞ্জে টাকা উদ্ধারের ঘটনায় ইডির নজরে থাকা ব্য়বসায়ী মনজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর ভাই ও ভাইয়ের বউকে বিজেপিতে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিলেন বিরোধী দলনেতা। বলেন, “ওঁরা বিজেপিতে না যাওয়ায় এত রাগ।”
সোমবার বিধানসভায় বলতে উঠে বিরোধী দলনেতাকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। প্রথমেই বলেন,”নাম নিতে চাই না।” গোটা ভাষণেই বিরোধী দলনেতার হিসেবে উল্লেখ করে একের পর এক বিস্ফোরক অভিযোগ করেন মমতা। কয়লা পাচার মামলায় বালিগঞ্জে এক সংস্থার অফিসে হানা দিয়ে প্রায় দেড় কোটি টাকা উদ্ধার করেছিল ইডি। এরপর এই মামলায় ব্যবসায়ী মনজিৎ গ্রেওয়ালকে দিল্লিতে তলব করেছে ইডি। সেই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রী ও তাঁর ভাইয়ের ছবি পোস্ট করেছিলেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি ছিল, ওই ব্যবসায়ীর সঙ্গে মুখ্যমন্ত্রীর ভাইয়ের যোগ রয়েছে। এবার পালটা বিরোধী দলনেতাকেই নিশানা করলেন মুখ্যমন্ত্রী।
তাঁর কথায়, “ছবি দেখাচ্ছে আমার সঙ্গে! এমন তো কত জায়গায় যাই। কত লোকের সঙ্গে ছবি আছে! সবাইকে ট্য়াগ করে এভাবে অপমান করছে।” মুখ্যমন্ত্রীর দাবি, তিনি পরে জানতে পেরেছেন বিরোধী দলনেতা মনজিৎ গ্রেওয়ালের সাহায্যে মুখ্যমন্ত্রীর ভাই ও তাঁর বউকেও বিজেপিতে টানতে চেয়েছিলেন। কিন্তু সেটা না হওয়ায় এত রাগ বিরোধী দলনেতার। এমনই দাবি মুখ্যমন্ত্রীর।
এরপর ফের শুভেন্দু অধিকারীর নাম না করে মুখ্যমন্ত্রীর দাবি,”একটা তদন্ত করুন ইডি, সিবিআই। যারা কমপ্লেন করছে তাদের কী কী আছে। কত পেট্রোল পাম্প, কত জাহাজ। আদার ব্যাপারী! তিনি নাকি আজ সাদা। বিজেপি করলেই ওয়াশিং মেশিন আর তৃণমূল করলেই চক্ষুশূল। আমি এটা মানি না।” নন্দীগ্রাম আন্দোলনের ইতিহাস তুলে এনেও অধিকারী পরিবারকে নিশানা করেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.