Advertisement
Advertisement
Mamata Banerjee

BBC Row: ‘ক্ষমতায় থাকলে যা খুশি করা যায় না’, হিটলারের সঙ্গে তুলনা টেনে BBC ইস্যুতে কেন্দ্রকে তোপ মমতার

'এদের হাত থেকে একমাত্র বিচারবিভাগ আমাদের বাঁচাতে পারে', বলছেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee slams Modi Govt. on BBC Row | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:February 15, 2023 4:49 pm
  • Updated:February 15, 2023 5:20 pm  

ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিবিসি ইস্যুতে (BBC Row) কেন্দ্রের বিরুদ্ধে তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী। বুধবার বিধানসভায় বাজেট পেশের পর এই ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (WB CM Mamata Banerjee)। তখনই নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন তিনি। তুলনা টানেন হিটলার, চেসেস্কুর সঙ্গে। বলেন, “ক্ষমতায় থাকলে যা খুশি করতে পারি না। এদের হাত থেকে একমাত্র বিচারবিভাগ আমাদের বাঁচাতে পারে।”

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিয়ে তৈরি তথ্যচিত্র নিয়ে বিতর্কের মাঝেই বিবিসির দিল্লি, মুম্বইয়ের অফিসে ‘হানা’ দেয় আয়কর দপ্তর। যদিও আয়কর দপ্তরের দাবি, তারা অফিসে সমীক্ষা চালিয়েছে। তবে এই ইস্যুতে তোলপাড় গোটা দেশ। এবার এই বিতর্কে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, “কেন সংবাদমাধ্যমের স্বাধীনতা কেড়ে নেওয়া হবে? ইতিমধ্যে তাঁরা সংবাদমাধ্যম নিয়ন্ত্রিণ করছে। মনে হচ্ছে, দেশে যেন কোনও মিডিয়া থাকবে না।” মমতার দাবি, কেন্দ্র তাদের দ্বৈতসত্বা লুকোতে পারছে না।

Advertisement

 

[আরও পড়ুন: মহিলাদের আইপিএলে চমক আরসিবির, স্মৃতিদের মেন্টর হচ্ছেন সানিয়া মির্জা]

এদিন নাম না করে প্রধানমন্ত্রীকে নিশানা করেন মমতা। বলেন, “আমি ক্ষমতায় থাকলেই যা খুশি করতে পারি না। জনগণের রায় মেনে চলতে হবে। তাঁরা জনগণের রায়কে পাত্তা দিচ্ছে না। স্বৈরতান্ত্রিক মনোভাব নিয়ে চলছে। এদের আচরণ হিটলার, চেসেস্কুর চেয়ে বেশি।” তাঁর কথায়, “আমার সমর্থন বিবিসির প্রতি আছে। ওঁরা কখনও-কখনও বিচার বিভাগকে কন্ট্রোল করতে চায়। আমরা চাই বিচারবিভাগ নিরপেক্ষভাবে কাজ করুক।” শেষে তাঁর সংযোজন, “একমাত্র এদের হাত থেকে বাঁচাতে পারে বিচার বিভাগ।”

[আরও পড়ুন: এবার লক্ষ্মীর ভাণ্ডারের আওতায় ষাটোর্ধ্ব মহিলারাও, মাসে পাবেন ১ হাজার টাকা, রাজ্য বাজেটে বড় ঘোষণা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement