Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

বাবার মৃত্যুর পর হার বিক্রি করে ভর্তি হয়েছিলেন কলেজে, সংগ্রামের কাহিনী শোনালেন মমতা

আর কী বললেন মমতা বন্দ্যোপাধ্যায়?

CM Mamata Banerjee shares her childhood memories in Kolkata | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:January 8, 2024 7:19 pm
  • Updated:January 8, 2024 7:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যে কোনও অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে প্রায়ই ছেলেবেলায় ফিরে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার স্টুডেন্টস উইক উদযাপন অনুষ্ঠানে গিয়ে স্মৃতি হাতড়ালেন তিনি। শোনালেন, দারিদ্র সত্ত্বেও কীভাবে পড়াশোনা চালিয়ে গিয়েছেন তিনি।

ক্ষমতায় আসার পর থেকেই বরাবরই পড়ুয়াদের কথা ভেবেছে তৃণমূল সরকার। ছাত্র-ছাত্রীদের স্বার্থে একাধিক প্রকল্প চালু করেছে সরকার। সোমবার ধনধান্য স্টেডিয়ামের অনুষ্ঠান থেকে যোগশ্রী প্রকল্পের সুচনা করেন মুখ্যমন্ত্রী। সেখানেই তিনি তুলে ধরেন বাংলা ভাষার গুরুত্বের কথা। সেখানেই নিজের কলেজ জীবনের সংগ্রামের স্মৃতিচারণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Advertisement

[আরও পড়ুন: হাসিনার হাতে ফুলের তোড়া তুলে দিলেন ভারতের রাষ্ট্রদূত, দিল্লিকেই অগ্রাধিকার মুজিবকন্যার]

এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ছাত্রাবস্থায় তিনিও কম কষ্ট করেননি। বলেন, বাবার মৃত্যুর পর তাঁর মা অত্যন্ত কষ্ট করে তাঁকে কলেজে ভর্তি করান। সেই সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের গলায় একটি সোনার হার ছিল। যা বিক্রি করতে তিনি বাধ্য হন। সেই টাকায় ভর্তি হন কলেজে। অভাব সত্ত্বেও লড়াই করেছেন তিনি। সাফল্যও এসেছে। নিজের জীবনে কষ্ট দেখেছেন, সেই কারণেই বরাবর পড়ুয়াদের পাশে থাকার চেষ্টা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: হাসিনা হাসলেও বাংলাদেশে নির্দলদের দাপট, সংসদে প্রধান বিরোধী ‘দলহীন’রাই?]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement