ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: কথা দেওয়ার সঙ্গে সঙ্গেই কাজ। রেড রোডের (Red Road) ধরনা মঞ্চে বসে তাঁদের গানবাজনা শুনে আপ্লুত হয়ে দলের ছাত্র-যুবদের গানের দল তৈরি করে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নাম দিয়েছিলেন ‘জয়ী’। কথা দিয়েছিলেন, ব্যান্ড চালানোর জন্য প্রয়োজনীয় বাদ্যযন্ত্রও তিনি দেবেন নিজের সংগ্রহ থেকে।
আর শনিবার কথামতো কাজ করলেন মুখ্যমন্ত্রী। ‘জয়ী’ ব্যান্ডের (Band)সদস্যদের কাছে পাঠালেন তাঁর ব্যবহৃত বাদ্যযন্ত্র।
জানা গিয়েছে, নিজের ব্যবহার করা ইউকেলেলে (UKulele)আর একতারা ব্যান্ডের কাছে পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী। জানিয়েছেন, আরও কিছু বাদ্যযন্ত্র কিনে দেওয়া হবে। দলের সদস্যদের হাতে ওই দুই যন্ত্রানুসঙ্গ তুলে দিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস (Aroop Biswas)। দুই ছাত্রনেতা সুদীপ রাহা ও দেবাংশু ভট্টাচার্য ওইদিন দলের পাঁচ সদস্যকে নিয়ে অরূপ বিশ্বাসের সঙ্গে দেখা করেন। তাঁদের দু’জনকেই এই গানের দলের কো-অর্ডিনেটর করা হয়েছে।
সুদীপ জানান, মুখ্যমন্ত্রী অরূপ বিশ্বাসের ফোনে প্রত্যেককে শুভেচ্ছা জানিয়েছেন। দলের সদস্যরা অয়ন জানা, প্রিয়াঙ্কা অধিকারী, সৈকত চৌধুরী, সুমন, সাহেব, রাজন্যা, বিশু, বৈশালি। তাঁদের বিভিন্ন জেলার বাসিন্দা। কেউ মেদিনীপুর, কেউ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার। এছাড়া বিভিন্ন জেলা থেকে সদস্যরা এসেই তৈরি করেছেন ‘জয়ী’ ব্যান্ড। আরও কয়েকজনকে দলের সদস্য করে নেওয়া হবে বলে জানানো হয়েছে। পথচলার শুরুতেই মুখ্যমন্ত্রীর তরফে ইউকেলেলে, একতারার মতো বাদ্যযন্ত্র পেয়ে স্বভাবতই খুশি ব্যান্ডের সদস্যরা। এবার থেকে একাধিক সরকারি অনুষ্ঠানে ডাক পেতে পারে এই ব্যান্ড।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.