Advertisement
Advertisement
CESC

‘না জানিয়ে দাম বাড়িয়েছে CESC, আমরা এক পয়সাও বাড়াইনি’, বলছেন মমতা

বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিলেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee says CESC increased electric bill without informing govt
Published by: Paramita Paul
  • Posted:July 8, 2024 6:53 pm
  • Updated:July 8, 2024 7:57 pm  

নব্যেন্দু হাজরা: বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়ে সরব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়. সরকারকে না জানিয়ে বিদ্য়ুতের দাম বাড়িয়েছে সিইএসসি। তবে WBSEDCL বিদ্য়ুতের মূল্য বাড়ায়নি বলেও জানিয়ে দিলেন তিনি।

উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি নিয়ে সোমবার নবান্নে সাংবাদিক বৈঠক করেন মমতা। সেখানে উত্তরের দুর্যোগের পাশাপাশি বর্ষায় বিদ্যুৎ বিপর্যয় রুখতেও দাওয়াই দিলেন তিনি। সঙ্গে বিদ্যুতের মাশুল বৃদ্ধি নিয়েও বার্তা দিলেন। মুখ্যমন্ত্রীর কথায়, “এই সুযোগে শুনলাম সিইএসসি ক’পয়সা দাম বাড়িয়ে দিয়েছে। আমাদেরকে কিছুই জানায়নি। বিদ্যুৎ দপ্তরকেও কিছু জানায়নি‌।” তাঁর সংযোজন, “যাই হোক, আমাদের WBSEDCL এক পয়সাও দাম বাড়ায়নি।”

Advertisement

[আরও পড়ুন: ‘অভিযোগ ভিত্তিহীন’, ভাইরাল অডিও মামলায় দেবকে ক্লিনচিট সিবিআইয়ের]

প্রসঙ্গত, বর্ষা এলেই প্রতিবছর বিপর্যস্ত হয়ে পড়ে উত্তরবঙ্গ। বৃষ্টি বাড়লে পরিস্থিতির জটিলতা বাড়ে। এবারও কার্যত একই অবস্থা। টানা বৃষ্টিতে ফুঁসছে উত্তরবঙ্গের নদীগুলো। এদিকে ভুটান থেকে আসছে জল। যার জেরে উত্তরবঙ্গ রীতিমতো বেহাল। একাধিক রাস্তায় নেমেছে ধস। যার জেরে শিলিগুড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন সিকিমের।

এর মধ্যেই বিদ্যুতের বিপর্যয় ঘটতে পারে। বিদ্যুৎস্পৃষ্ট হওয়ার ঘটনা ঘটতে পারে। এই বিপর্যয় এড়াতে একাধিক পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। বিদ্যুতের খুঁটি হেলে পড়লে তা তৎক্ষনাৎ সারাতে হবে। রাস্তায় জল জমলে বিদ্যুৎ সংযোগ বন্ধ করে দেওয়ারও পরামর্শ দেন তিনি। 

[আরও পড়ুন: মোদি না গেলেও তৃতীয়বার মণিপুরে রাহুল, প্রধানমন্ত্রীর মস্কো সফরকে কটাক্ষ কংগ্রেসের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement