Advertisement
Advertisement
CM Mamata Banerjee

‘উত্তরপ্রদেশের আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে আমি স্তম্ভিত’, আতিক খুন নিয়ে তোপ মমতার

শনিবার রাতে একেবারে প্রকাশ্যে পুলিশের হেফাজতে থাকা গ্যাংস্টারদের গুলি করা হয়।

CM Mamata Banerjee reacts on Atiq Ahmed killing incident | Sangbad Pratidin
Published by: Sulaya Singha
  • Posted:April 16, 2023 3:03 pm
  • Updated:April 16, 2023 4:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাস্তার মাঝে পুলিশ ও সংবাদমাধ্যমের সামনেই গ্যাংস্টার আতিক আহমেদ ও তাঁর ভাই আশরাফকে গুলি করার ঘটনা নিয়ে এবার টুইট করে নিজের প্রতিক্রিয়া জানালেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। উত্তরপ্রদেশের নৈরাজ্য এবং আইনশৃঙ্খলা ভেঙে পড়ার দৃশ্যে রীতিমতো স্তম্ভিত তিনি!

এদিন মুখ্যমন্ত্রী লেখেন, ‘‘উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা সম্পূর্ণ ভেঙে পড়েছে। এই নৈরাজ্যের পরিস্থিতি দেখে আমি স্তম্ভিত! অপরাধীরা পুলিশ এবং সংবাদমাধ্যমের উপস্থিতিতে আইন হাতে তুলে নিচ্ছে। যা চূড়ান্ত লজ্জার। আমাদের সাংবিধানিক গণতন্ত্রে এ ধরনের বেআইনি কাজের কোনও স্থান নেই।’’

Advertisement

[আরও পড়ুন: তীব্র গরমে পুড়ছে বাংলা, সোম থেকে শুক্র স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা মুখ্যমন্ত্রীর]

শনিবার রাতে একেবারে প্রকাশ্যে পুলিশের হেফাজতে থাকা গ্যাংস্টারদের গুলি করা হয়। প্রয়াগরাজের যে খবরে দেশজুড়ে শোরগোল পড়ে যায়। সাংবাদিকের বেশে ক্যামেরার সামনে কড়া পুলিশি নিরাপত্তা টপকে গুলি চালানো হয়। এমন পরিস্থিতিতে যোগীরাজ্যের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন বিরোধীরা। উল্লেখ্য, আইনশৃঙ্খলার অবনতি নিয়ে একাধিক বার বাংলায় রাষ্ট্রপতি শাসনের দাবি তুলেছে বিজেপি। কিন্তু আতিক ও তাঁর ভাই খুনের ঘটনায় আপাতত মুখে কুলুপ বঙ্গের গেরুয়া শিবির। সেই প্রসঙ্গ টেনেই তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ একহাত নিলেন বলেন, এরপরও কি উত্তরপ্রদেশে ৩৫৬ ধারা জারির মতো পরিস্থিতি হয়নি? বিজেপি কী বলে? এবার মুখ্যমন্ত্রীও গোটা ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করে উত্তরপ্রদেশের নৈরাজ্যের তীব্র নিন্দা করলেন।

[আরও পড়ুন: ‘ও হয়তো ভেবেছিল…’, দিল্লির দুর্দশার জন্য ঘুরিয়ে সৌরভকে বিঁধলেন শাস্ত্রী!]

এদিকে, প্রয়াগরাজের ঘটনার পর সাংবাদিকদের সুরক্ষা ও নিরাপত্তার জন্য কেন্দ্রের তরফে বিশেষ পদক্ষেপ করা হচ্ছে। তৈরি হচ্ছে নয়া SOP (স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর) খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বিষয়টি তদারকি করবেন। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement