Advertisement
Advertisement

Breaking News

CM Mamata Banerjee

বিদেশ সফরের আগেই পুজোর আমেজ! বিমানবন্দরে ‘বিশ্ব বাংলা’ স্টলে দুর্গামূর্তিতে চক্ষুদান মুখ্যমন্ত্রীর

বিমান বিলম্ব হওয়ায় 'বিশ্ব বাংলা' স্টলে অনেকটা সময় কাটালেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee painted eyes of Durga idol at Biswa Bangla stall in DumDum Airport | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 12, 2023 11:37 am
  • Updated:September 12, 2023 12:14 pm  

কুণাল ঘোষ: দীর্ঘ ১২ দিনের বিদেশ সফর। দমদম থেকে দুবাই হয়ে স্পেন (Spain), সেখান থেকে আবার দুবাই সফর সেরে তবে দেশে ফেরা। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিদেশ সফরের শুরুতেই খানিকটা বিপত্তি। যে বিশেষ বিমানে তাঁর ও প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল, তা অন্তত দেড় ঘণ্টা দেরিতে (Late) উড়বে বলে শেষ মুহূর্তে খবর মেলে। অথচ সকলেই নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন দমদম বিমানবন্দরে। আর অপেক্ষা করার এই সময়টুকু মুখ্যমন্ত্রী বিমানবন্দরের ‘বিশ্ব বাংলা’ স্টলে কাটালেন। স্টলে রাখা মাটির দুর্গামূর্তিতে (Durga) চক্ষুদান করে পুজোর আমেজ এনে দিলেন মুখ্যমন্ত্রী!

Advertisement

দমদম বিমানবন্দরে গেলেই ‘বিশ্ব বাংলা’র (Biswa Bangla) স্টলে একবার ঘুরেই আসেন মুখ্যমন্ত্রী। কিছু পছন্দ হলে উপহার দেওয়ার জন্য তা কিনে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। তবে বিমান বিলম্ব হওয়ায় এবার হাতে সময় একটু বেশি ছিল। আর সময়ের সদ্ব্যবহার করে ফেললেন মুখ্যমন্ত্রী। ‘বিশ্ব বাংলা’ স্টলে রাখা ছোট, মাটির দুর্গামূর্তিতে চক্ষুদান (Eye Drawing)করলেন। ছোট মূর্তিতেও লাল রং-তুলির নিখুঁত টানে চোখ পেল মৃন্ময়ী মূর্তি। তাঁর এই কাজে খুশি স্টলের কর্মীরাও। মুখ্যমন্ত্রীর বিদেশ যাওয়ার আগেও যে এভাবে তিনি চক্ষুদান করবেন, ভাবতেই পারেননি কেউ।

[আরও পড়ুন: কেন বিরাটকে ম্যাচের সেরার পুরষ্কার দেওয়া হবে? মেজাজ হারালেন গম্ভীর!]

এরপর মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন দুটি ‘বিশ্ব বাংলা’ স্টলই। সঙ্গে ছিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। বিভিন্ন হাতের কাজ ও শাড়ির বিভাগ দেখেন তিনি। এমনকী ক্যাশ কাউন্টারেও বসেছিলেন! সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে তিনি এবং সরকারি প্রতিনিধিদল উড়ে যায় দুবাইয়ের উদ্দেশে। সেখানেই আজকের দিন বিরতি। বুধবার সকালে দুবাই থেকে মাদ্রিদগামী বিমান ধরবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার লা লিগার সঙ্গে বৈঠক দিয়ে প্রথম কর্মসূচি শুরু তাঁর। তবে এত গুরুত্বপূর্ণ সফরে উৎসবের ছোঁয়া নিয়েই গেলেন তিনি। এবং দিয়েও গেলেন।

[আরও পড়ুন: ‘চূড়ান্ত সফল’, জি-২০ আয়োজক দেশ ভারতকে দরাজ সার্টিফিকেট আমেরিকার]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement