কুণাল ঘোষ: দীর্ঘ ১২ দিনের বিদেশ সফর। দমদম থেকে দুবাই হয়ে স্পেন (Spain), সেখান থেকে আবার দুবাই সফর সেরে তবে দেশে ফেরা। মঙ্গলবার সকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) বিদেশ সফরের শুরুতেই খানিকটা বিপত্তি। যে বিশেষ বিমানে তাঁর ও প্রতিনিধি দলের যাওয়ার কথা ছিল, তা অন্তত দেড় ঘণ্টা দেরিতে (Late) উড়বে বলে শেষ মুহূর্তে খবর মেলে। অথচ সকলেই নির্দিষ্ট সময়ে পৌঁছে গিয়েছিলেন দমদম বিমানবন্দরে। আর অপেক্ষা করার এই সময়টুকু মুখ্যমন্ত্রী বিমানবন্দরের ‘বিশ্ব বাংলা’ স্টলে কাটালেন। স্টলে রাখা মাটির দুর্গামূর্তিতে (Durga) চক্ষুদান করে পুজোর আমেজ এনে দিলেন মুখ্যমন্ত্রী!
দমদম বিমানবন্দরে গেলেই ‘বিশ্ব বাংলা’র (Biswa Bangla) স্টলে একবার ঘুরেই আসেন মুখ্যমন্ত্রী। কিছু পছন্দ হলে উপহার দেওয়ার জন্য তা কিনে নেন। এবারও তার ব্যতিক্রম হল না। তবে বিমান বিলম্ব হওয়ায় এবার হাতে সময় একটু বেশি ছিল। আর সময়ের সদ্ব্যবহার করে ফেললেন মুখ্যমন্ত্রী। ‘বিশ্ব বাংলা’ স্টলে রাখা ছোট, মাটির দুর্গামূর্তিতে চক্ষুদান (Eye Drawing)করলেন। ছোট মূর্তিতেও লাল রং-তুলির নিখুঁত টানে চোখ পেল মৃন্ময়ী মূর্তি। তাঁর এই কাজে খুশি স্টলের কর্মীরাও। মুখ্যমন্ত্রীর বিদেশ যাওয়ার আগেও যে এভাবে তিনি চক্ষুদান করবেন, ভাবতেই পারেননি কেউ।
এরপর মুখ্যমন্ত্রী ঘুরে দেখেন দুটি ‘বিশ্ব বাংলা’ স্টলই। সঙ্গে ছিলেন মেয়র তথা মন্ত্রী ফিরহাদ হাকিমও (Firhad Hakim)। বিভিন্ন হাতের কাজ ও শাড়ির বিভাগ দেখেন তিনি। এমনকী ক্যাশ কাউন্টারেও বসেছিলেন! সাড়ে ১০টা নাগাদ বিশেষ বিমানে তিনি এবং সরকারি প্রতিনিধিদল উড়ে যায় দুবাইয়ের উদ্দেশে। সেখানেই আজকের দিন বিরতি। বুধবার সকালে দুবাই থেকে মাদ্রিদগামী বিমান ধরবেন মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবার লা লিগার সঙ্গে বৈঠক দিয়ে প্রথম কর্মসূচি শুরু তাঁর। তবে এত গুরুত্বপূর্ণ সফরে উৎসবের ছোঁয়া নিয়েই গেলেন তিনি। এবং দিয়েও গেলেন।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.