গৌতম ব্রহ্ম: সরকারি কাজ ফেলে রাখা চলবে না। বারবার একথা বলেছেন মুখ্যমন্ত্রী। এবার কাজ শেষের সময়সীমা বেঁধে দিলেন তিনি। সোমবার মন্ত্রিসভার বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, কোনও সিদ্ধান্ত গ্রহণ বা কোনও প্রকল্প ঘোষণার ১৫ দিনের মধ্যে তা কার্যকর করার প্রক্রিয়া শুরু করতে হবে। সেই রিপোর্ট দিতে হবে সরাসরি মুখ্যমন্ত্রীকে। ৬ মাসের মধ্যে সম্পূর্ণভাবে তা বাস্তবায়িত করতে হবে। কাজ কতটা এগোল, তা জানাতে হবে মুখ্যমন্ত্রীকেই। পাশাপাশি সরকারি জমি নিয়েও বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সোমবার সরকারি জমি জবরদখল হয়ে যাচ্ছে। এদিন মন্ত্রিসভার বৈঠকে এই বিষয়টি উত্থাপন করেন মন্ত্রী মলয় ঘটক। দখলদারি আটকাতে সবাইকে তৎপর হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। মন্ত্রিসভার বৈঠকে জবরদখলের প্রসঙ্গ তোলেন মন্ত্রী অরূপ বিশ্বাসও। দখলদারি ঠেকাতে বড় সিদ্ধান্ত নেয় রাজ্যের মন্ত্রিসভা। জানা গিয়েছে, সরকারের অধীনে থাকা খালি জমি বিক্রি করে দেওয়া হবে। তবে কী দরে, কাকে বিক্রি করা হবে তা নিয়ে কোনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি।
বরাবরই উচ্ছেদের বিরোধী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সরকারি জমি দখলের অভিযোগ উঠছে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। সেই দখলদারি ঠেকাতে তৎপর হচ্ছে রাজ্য। পাশাপাশি, সরকারি কাজ ফেলে রাখার প্রবণতা ঠেকাতেও কড়া পদক্ষেপ করলেন মুখ্যমন্ত্রী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.