Advertisement
Advertisement

Breaking News

মমতা-মোদি

দমদমে অর্ডিন্যান্স ফ্যাক্টরির বেসরকারিকরণের প্রতিবাদে মোদিকে চিঠি মমতার

দেশের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে, আশঙ্কা মুখ্যমন্ত্রীর।

CM Mamata Banerjee opposes Privatisation Of Ordnance Factory
Published by: Tanumoy Ghosal
  • Posted:July 23, 2019 5:16 pm
  • Updated:July 23, 2019 5:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিলগ্নিকরণের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জাতীয় নিরাপত্তার স্বার্থে সিদ্ধান্ত পুনর্বিবেচনার আরজি জানিয়েছেন তিনি।

[আরও পড়ুন: মুখ্যমন্ত্রীকে খুনের চেষ্টা করছেন শিক্ষকরা! উড়ো চিঠিতে চাঞ্চল্য খিদিরপুরের স্কুলে]

দ্বিতীয় দফায় ক্ষমতায় আসার পর মোদি সরকার যে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলিতে বিলগ্নিকরণের পথে হাঁটবে, তার ইঙ্গিত মিলেছিল বাজেটে। সংসদে বাজেট পেশ করতে গিয়ে রেলের মতো গুরুত্বপূর্ণ সংস্থায়ও বেসরকারি বিনিয়োগ টানার প্রস্তাব দিয়েছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। তিনি সাফ জানান, রেলের আধুনিকীকরণ ও নয়া পরিকাঠামো নির্মাণের জন্য প্রয়োজন আনুমানিক ১৫ লক্ষ কোটি টাকা। কিন্ত রেল আয় করছে মাত্র ১ কোটি ৬০ লক্ষ টাকা। তাই বিপুল খরচের জোগান দিতে বেসরকারি বিনিয়োগ আনতে হবে। বস্তুত, দুর্গাপুরের তিনটি রাষ্ট্রায়ত্ত ইস্পাত কারখানায় কৌশলগত বিলগ্নিকরণের বিজ্ঞপ্তিও জারি করেছে মোদি সরকার। ঘটনার প্রতিবাদে আন্দোলনে নেমেছে বামেরা। পোস্ট কার্ড পাঠানো হয়েছে দুর্গাপুর-বর্ধমান কেন্দ্রের বিজেপি সাংসদ সুরিন্দর সিং আলুওয়ালিয়ার পাটনার বাড়ির ঠিকানায়।

Advertisement

এবার কি তবে দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিলগ্নিকরণ হবে? তেমনই আশঙ্কা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, দমদমের অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো অস্ত্র কারখানায় বিলগ্নিকরণের সিদ্ধান্ত নিয়েছে মোদি সরকার। ঘটনার প্রতিবাদ জানিয়ে সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি দিয়েছেন তিনি। চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন, অর্ডিন্যান্স ফ্যাক্টরির মতো সংস্থা যদি বেসরকারি হাতে চলে যায়, সেক্ষেত্রে দেশের নিরাপত্তা বিঘ্নিত হবে। সদ্য সমাপ্ত লোকসভা ভোটে বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে দিল্লির মসনদে বসেছেন নরেন্দ্র মোদি। তাই কেন্দ্রীয় সরকার যদি দমদমে অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেয়, সেক্ষেত্রে বিরোধীদের কোনও আপত্তিই ধোপে টিকবে না। কিন্তু,  জাতীয় নিরাপত্তার স্বার্থে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই চিঠি যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিকমহল।

[আরও পড়ুন: ভিডিও পোস্টে আত্মহত্যার চেষ্টা, তা রুখে যুবকের প্রাণ বাঁচাল ফেসবুক ]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement