Advertisement
Advertisement

Breaking News

তিতলি পরবর্তী পরিস্থিতির উপর নজর রাখছেন মুখ্যমন্ত্রী, সতর্ক থাকার বার্তা

বৃষ্টি এড়িয়ে চলুন, বার্তা মমতার৷

CM Mamata Banerjee monitoring cyclone Titli affects

ছবি: গোপাল দাস

Published by: Kumaresh Halder
  • Posted:October 12, 2018 5:46 pm
  • Updated:October 12, 2018 5:46 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ওড়িশা-অন্ধ্রে উপকুলে দাপট দেখিয়ে দুর্বল হয়েছে ঘূর্ণিঝড় তিতলি৷ বঙ্গোপসাগরে তৈরি হওয়া তৈরির প্রভাব পড়েছে বাংলায়৷ উৎসবের মুখে বৃষ্টি অস্বস্তি বাড়িয়েছে পুজোপাগল আম জনতা৷ চিন্তায় রাজ্য প্রশাসনও৷ আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ উৎসবের দিনগুলিতে প্রাকৃতিক বিপর্যয় রুখতে প্রশাসনকে তৈরি থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷ গোটা পরিস্থিতির উপর মুখ্যমন্ত্রী নজর রাখছেন বলেও নবান্ন সূত্রে জানা গিয়েছে৷

[বিমানবন্দরে অনুপ্রবেশ রুখতে ‘ড্রোনরোধী’ সিস্টেম তৈরির সিদ্ধান্ত কেন্দ্রের]

আজ শুক্রবার তৃতীয়ার বিকালে নবান্নে থেকে বেরিয়ে সংবাদমাধ্যমে মুখ্যমন্ত্রী জানান, ‘‘আবহাওয়ার গতিপ্রকৃতির উপর নজর রাখছি৷ প্রশাসনও তৈরি থাকতে বলছি৷ যাতে উৎসবের দিনগুলি ভালো কাটে সবার৷’’ এদিন নবান্ন থেকে বেরিয়ে সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন মুখ্যমন্ত্রী৷ মণ্ডপ উদ্বোধনের পর সংক্ষিপ্ত বক্তব্যে রাজ্যবাসীকে শুভেচ্ছা দেন মুখ্যমন্ত্রী৷ একই সঙ্গে পুজোর মুখে অহেতুক বৃষ্টিতে ভিজতেও নিষেধ করেন তিনি৷ অভিভাবকের মতো পুলিশ কর্মীদেরও বলেন, ‘‘আমরা কেন বৃষ্টিতে ভিজছেন? এখনও আনেক কাজ বাকি৷ এভাবে ভিজবেন না৷ ওয়াটার প্রুফ জ্যাকেট ব্যবহার করুন৷ মাথা ঢেকে রাখুন৷’’

Advertisement

[সত্য বলুন দৃপ্তস্বরে, #MeToo বিতর্কে মুখ খুললেন রাহুল গান্ধী]

তিতলি পরবর্তী পরিস্থিতির উপর মুখ্যমন্ত্রী নজর রাখছেন বলে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘প্রকৃতি আমাদের হাতে নেই৷ ফলে, উৎসবের আগে বৃষ্টি থেকে একটু সতর্ক থাকুন৷ আমি গোটা পরিস্থিতির উপর নজর রাখছি৷ জেলা প্রশাসনকে বলব, তারা জানো পরিস্থিতির উপর নজর রাখেন৷ কারণ, দুর্যোগে অনেক সময় অনেক ক্ষয়ক্ষতি হয়৷ এমন কোনও ঘটনা ঘটে, প্রশাসন তাদের পাশে যথাযথ সহযোগিতা করবে৷’’

আবহাওয়া অফিস জানাচ্ছে, গভীর নিম্নচাপে পরিণত হয়েছে ঘূর্ণিঝড়। আর তার জেরে আগামী ২৪ ঘণ্টায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে। কিন্তু পুজোর ক’দিন আকাশ থাকবে পরিষ্কার। ফলে, উৎসবের আগেই যাতে বিপর্যয় এড়ানো যায়, সেদিক নজর রাখতেও নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement