Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব নেই! ভিসি নিয়োগ নিয়ে বৈঠক ‘ফলপ্রসূ’, জানালেন মুখ্যমন্ত্রী

রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন মমতা।

CM Mamata Banerjee meets WB Guv over VC row | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:December 4, 2023 6:49 pm
  • Updated:December 4, 2023 6:49 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্যপালের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠক সফল। একাধিক বিষয়ে দুজনে সম্মত হয়েছেন বলে জানালেন মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিকেল ৫টা নাগাদ রাজভবনে ঢোকেন তিনি। এর পর রাজ্যপাল সি ভি আনন্দ বোসের সঙ্গে প্রায় একঘণ্টা বৈঠক করেন তিনি। সেখান থেকে বেরিয়ে মমতা বলেন, “বৈঠক ভালো হয়েছে। আলোচনা ফলপ্রসূ।”

রাজ্যের বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্যপালের সঙ্গে সরকারের মধ্যে সংঘাতের আবহ তৈরি হয়েছিল। এনিয়ে রাজ্য সরকার সুপ্রিম কোর্টে মামলা দায়ের করে। একাধিক বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের ক্ষেত্রে প্রস্তাবিত নামের তালিকার চূড়ান্ত খসড়া তৈরি করার জন্য আইনজীবীদের বৈঠকে বসার নির্দেশ দেয় আদালত। অ্যাটর্নি জেনারেলকে বৈঠকের জন্য উদ্যোগ নিতে হবে। এর পরই সোমবার রাজভবনে যান মুখ্যমন্ত্রী। সেখানে দুজনের মধ্যে ১ ঘণ্টার বৈঠক হয়। সেখান থেকে বেরিয়ে সাংবাদিক সম্মেলন করেন তিনি।

Advertisement

[আরও পড়ুন: ‘ফোনও করেনি, জানায়ওনি’, ইন্ডিয়া জোটের বৈঠক নিয়ে ক্ষোভপ্রকাশ মমতার]

মমতা জানান, “সমালোচনা, দ্বন্দ্ব হওয়ার কথা নয়। অনেকে বলে, রাজ্যের সঙ্গে রাজ্যপালেন ঝগড়া হয়েছে। এটা ঠিক নয়।” তাঁর আরও সংযোজন,”সুপ্রিম কোর্ট যেটা নির্দেশ দিয়েছে তার দুটি পর্যায় রয়েছে। এক, অন্তর্বর্তীকালীন উপাচার্য ঠিক করা। দুই, উপাচার্য নিয়োগের জন্য় ৫ সদস্যের কমিটি ঠিক করা। এনিয়ে আমাদের ভেদ নেই।” মুখ্যমন্ত্রী জানিয়েছেন, “প্রায় ১ ঘণ্টা আলোচনা হয়েছে। বৈঠক ভালো আর ফলপ্রসূ হয়েছে।”

 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement