Advertisement
Advertisement
CM Mamata Banerjee-La Ganeshan

বিজয়ার শুভেচ্ছা জানাতে রাজভবনে মুখ্যমন্ত্রী, খোঁজ নিলেন রাজ্যপালের শারীরিক অবস্থার

অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যপাল লা গণেশন।

CM Mamata Banerjee meets Bengal Guv La Ganeshan at Rajbhaban | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:October 13, 2022 4:45 pm
  • Updated:October 13, 2022 5:21 pm

সুদীপ রায়চৌধুরী ও ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বিজয়া দশমীর শুভেচ্ছা জানাতে আচমকাই রাজভবন গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বৃহস্পতিবার বিকেল নাগাদ রাজভবনে পৌঁছে যান তিনি। দেখা করেন রাজ্যপাল লা গণেশনের (Governor La Ganeshan) সঙ্গে। কিছুক্ষণ কথা হয় তাঁদের মধ্যে। সম্প্রতি অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি ছিলেন রাজ্যপাল। পরে রাজভবনে ফিরে আসেন, আপাতত বিশ্রামে রয়েছেন। এদিন রাজভবনে (Rajbhaban) গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন মুখ্যমন্ত্রী। কিছুক্ষণ পর তিনি রাজভবন থেকে বেরিয়ে চলে যান আলিপুরে। সেখানকার ‘উত্তীর্ণ’ স্টেডিয়ামে আজ ভবানীপুর বিধানসভা কেন্দ্রের বিজয়া সম্মিলনী।

Advertisement

দীর্ঘদিন থেকে নবান্নের সঙ্গে রাজভবনের একটা সংঘাত ছিল। বিশেষত জগদীপ ধনকড় রাজ্যপাল থাকাকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে নানা বিষয় দ্বন্দ্ব চলত।  একাধিকবার সৌজন্য সাক্ষাৎ হলেও  কখনও তা খুব মধুর হয়নি। এবার রাজ্যপাল পদে বদল এসেছে। জগদীপ ধনকড়ের জায়গায় অস্থায়ী রাজ্যপাল হিসেবে দায়িত্ব নিয়েছেন লা গণেশন। তাঁর সঙ্গে দেখা করতে বৃহস্পতিবার রাজভবন গেলেন  মুখ্যমন্ত্রী। জানালেন বিজয়ার শুভেচ্ছাও। এছাড়া তাঁর শারীরিক অবস্থার খোঁজখবরও নেন।

[আরও পড়ুন: হাই কোর্টে বড় ধাক্কা, গান্ধীমূর্তির পাদদেশে আর ধরনা দিতে পারবে না ২০১৪’র টেট উত্তীর্ণরা]

সূত্রের খবর, রাজভবনে রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর মধ্যে বেশ কিছু বিষয়ে আলোচনাও হয়েছে। সাম্প্রতিক  ঘটনা ছাড়াও বিশ্ববিদ্য়ালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে উভয়ে কথা বলেছেন। সূত্রের খবর, বিশেষত কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে সোনালি চক্রবর্তীর নিয়োগ সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর তা আলোচ্য বিষয় হতেই পারে। যদিও ঠিক কী নিয়ে তাঁদের কথা হয়েছে, সে বিষয়ে নিশ্চিতভাবে কিছু জানা যায়নি।  

[আরও পড়ুন: বুক পেতে নিয়েছিল জঙ্গির জোড়া বুলেট, অস্ত্রোপচার হলেও বাঁচানো গেল না সেনার কুকুর ‘জুম’কে]

উত্তীর্ণে গিয়ে বিজয়া সম্মিলনীতে বক্তব্য রাখার সময় মুখ্যমন্ত্রী বলেন, ”রাজ্যপাল হাসপাতালে ছিলেন। আজই ফিরেছেন। আমার দেখা করতে যাওয়া হয়নি। তাই আজ চলে গেলাম। বিজয়ার শুভেচ্ছা জানালাম। আপাতত উনি ভাল আছেন।”

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement