সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রাথমিক সেমেস্টার নয়। নতুন বছরের প্রথম প্রশাসনিক বৈঠকে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে ধমক দিয়ে সাফ জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁকে না জানিয়ে পরবর্তীকালে শিক্ষাক্ষেত্রে যাতে কোনও নতুন নিয়ম আরোপ করা না হয়, সে বিষয়ে স্পষ্ট বার্তা দিয়েছেন তিনি। আর এমন হবে না বলে পালটা জানান শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু।
মুখ্যমন্ত্রী এদিনের প্রশাসনিক বৈঠকে রাজ্যের স্কুলগুলির উন্নয়নের কাজ কতদূর এগোল তা নিয়ে প্রশ্ন করেন। এরপরই প্রাথমিকে সেমেস্টার পদ্ধতি নিয়ে কথা বলতে শুরু করেন তিনি। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুকে উদ্দেশ্য করে তিনি বলেন, “আমি কাগজে দেখালাম। জানতাম না। মুখ্যসচিবও জানতেন না। প্রাথমিক স্তরে সেমেস্টার। ব্রাত্য তুমি শিক্ষামন্ত্রী। কিন্তু মনে রাখবে, নয়া নীতির ক্ষেত্রে আগে জানাতে হবে।” এরপর ব্রাত্য জানান, “দিদি, আমিও কাগজ দেখে পরশু পর্ষদ সভাপতির সঙ্গে কথা বলি। মুখ্যসচিবকে জানিয়েছি। আপনি বললে তবেই হবে।”
ক্ষুব্ধ মমতার প্রশ্ন,”কাগজে বেরল কীভাবে? আমি কোনও কথা শুনতে চাই না। যা মেসেজ যাওয়ার চলে গিয়েছে। ওটা হবে না। চারজন অ্যাডভাইজার সিদ্ধান্ত নিয়ে বলে দিল আর হয়ে গেল? বাচ্চাগুলোর আমি চাই ভার কমাতে, ব্যাগ কমাতে। এমনিতেই এখন পড়াশোনার ভার অনেক বেশি। ওইটুকু বাচ্চারা কথা বলতে পারে না। তাদের পড়ানো হয়, শেখানো হয়। ওয়ান, টুয়ের বাচ্চারা সেমেস্টার দেবে? কলেজে যেটা চলে, সেটা স্কুলে চলে না। স্কুলে যা প্রথা চলছে, তাই হবে। কলেজ, ইউনিভার্সিটিতে শুরু হয়েছে, তারা অভ্যস্ত হয়ে গিয়েছে। এটা অলরেডি চালু হয়ে গিয়েছে। স্কুলে সেমেস্টার চলবে না।” মমতার সাফ নির্দেশ, “শিক্ষাক্ষেত্রে আগে কোনও নীতি নেওয়া হলে, আলোচনা করে তবে সাংবাদিক বৈঠক হবে।”
এর আগে গত ২৭ ডিসেম্বর, প্রাথমিক শিক্ষা পর্ষদের চেয়ারম্যান গৌতম পাল সাংবাদিক বৈঠক করে সেমেস্টার সিস্টেমের কথা ঘোষণা করেন। মুখ্যমন্ত্রী জানতেন না। মুখ্যসচিব জানতেন না। শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুরও দাবি, তিনি সেমেস্টারের বিষয় সংবাদমাধ্যমের সাহায্যেই জানতে পারেন। সেক্ষেত্রে কীভাবে কোনও রাজ্যের শিক্ষানীতি বদলের ঘোষণা প্রাথমিক শিক্ষা পর্ষদ করল, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এদিকে, মুখ্যমন্ত্রীর এই ঘোষণার পরই প্রাথমিক শিক্ষা পর্ষদ কর্তৃপক্ষ বৈঠকে বসেছে। কী সিদ্ধান্ত নেওয়া হয়, সেদিকে তাকিয়ে সকলে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.