Advertisement
Advertisement
Mamata Banerjee

দুয়ারে সরকারেও ‘বঞ্চিত’, সরকারি পরিষেবা দিতে নয়া কর্মসূচি ঘোষণা মুখ্যমন্ত্রীর

কী মিলবে এই কর্মসূচিতে?

CM Mamata Banerjee introduces new public relation camp from 20 January | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:January 16, 2024 5:23 pm
  • Updated:January 16, 2024 7:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দুয়ারের সরকারের পর ‘বঞ্চিত’ আমজনতার কাছে পৌঁছতে নয়া কর্মসূচি রাজ্য সরকারের। এবার ‘বঞ্চিত’ জনতার কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে প্রতি ভোটকেন্দ্রে বসবেন সরকারি আধিকারিকরা। আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে এই কর্মসূচি। নাম রাখা হয়েছে জনসংযোগ কর্মসূচি। মঙ্গলবার নবান্ন থেকে ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। কী মিলবে এই কর্মসূচিতে?

মুখ্যমন্ত্রীর কথায়, বহু মানুষ ব্লকে পৌঁছতে পারে না। আবার অনেকে কৃষকভাতা, লক্ষ্মীর ভান্ডার, বিধবাভাতা, জাতিগত শংসাপত্র পাননি। বঞ্চিত হয়েছেন। তাঁদের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে এবার পোলিং স্টেশন অনুযায়ী ৩ সরকারি আধিকারিক বসবেন। মুখ্যমন্ত্রীর আবেদন, যাঁরা সরকারি পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন, তফসিলি জাতি ও তফসিলি উপজাতিরা যারা শংসাপত্র পাননি, রেশন পাচ্ছেন না, তাঁরা নাম লেখাবেন।

Advertisement

[আরও পড়ুন: ঘন কুয়াশায় পথকুকুরকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনা, মৃত্যু জলপাইগুড়ির পুলিশ আধিকারিকের]

এদিন মমতা জানান, মানুষের কাছে সরকারি পরিষেবা পৌঁছে দিতে দুয়ারে সরকার কর্মসূচি রয়েছে। আরেকটা পরিকল্পনা করা হয়েছে। নাম দেওয়া হয়েছে জনসংযোগ কর্মসূচি। এ প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “উচুতলার মতো নিচুতলায়ও একাংশ আছে। যারা কাজ না করে ঘোরায়।” সে কথা মাথায় রেখেই লোকসভা ভোটের আগে জনসংযোগ কর্মসূচি চালু করতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: কুয়াশায় দিল্লি বিমানবন্দরে বিপর্যস্ত পরিষেবা, নতুন নির্দেশিকা জারি ডিজিসিএ-র]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement