ধ্রুবজ্যোতি বন্দ্যোপাধ্যায়: বন্যাবিধ্বস্ত কেরলের পাশে দাঁড়াল বাংলা৷ বন্যাত্রাণে ১০কোটি টাকা সাহায্যের কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ কেরলবাসীর পাশে থাকার আশ্বাস দেন রাজ্যের প্রশাসনিক প্রধান৷ রবিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় টুইটে বন্যাত্রাণে সাহায্যের কথা ঘোষণা করেন৷ টুইটে তিনি লেখেন, ‘‘কেরলে বন্যায় বহু মানুষ জীবনযুদ্ধ চালাচ্ছেন৷ বিপদের সময়ে কেরলবাসীর পাশে আছি আমরা৷ এই পরিস্থিতিতে কেরলের বন্যাত্রাণে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে দশ কোটি টাকা সাহায্যের সিদ্ধান্ত নিয়েছি৷’’ মুখ্যমন্ত্রী টুইটে আরও জানান, ‘‘প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে রক্ষা করতে আমরা কেরলবাসীকে সমস্ত সহযোগিতা করতে প্রস্তুত৷ আমরা চাই যত তাড়াতাড়ি সম্ভব স্বাভাবিক জীবনে ফিরে আসুন কেরলবাসী৷’’
My heart goes out to the people of Kerala battling #KeralaFloods In this hour of crisis, to stand beside the flood-affected people of Kerala, we have decided to make a contribution of Rs Ten Crore to the Chief Minister’s Distress Relief Fund 1/2
— Mamata Banerjee (@MamataOfficial) August 19, 2018
সপ্তাহখানেকের বৃষ্টিতে জলের তলায় চলে গিয়েছে কেরল৷ নাছোড়বান্দা বৃষ্টি থেকে এখনও মুক্তি পায়নি দক্ষিণের এই রাজ্য৷ আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী ভারী বৃষ্টি আর না হলেও, আগামী ২৪ঘণ্টায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত চলবে রাজ্যের জেলাগুলিতে৷ বৃষ্টির দাপট কিছুটা কমায় কেরলের ১১টি জেলা উপর থেকে লাল সতর্কতা শিথিল করেছে আবহাওয়া দপ্তর৷ বন্যায় ইতিমধ্যেই প্রাণ হারিয়ে সাড়ে তিনশোরও বেশি মানুষ৷ জলের তলায় তলিয়ে গিয়েছে কৃষিজমি৷ সতর্কতা জারি থাকায় সমুদ্রে যেতে পারছেন না মৎস্যজীবীরা৷ যুদ্ধকালীন তৎপরতায় কেরলে চলছে উদ্ধারকাজ৷ উদ্ধারে নামে সেনা, ২৮ কোম্পানি উপকূলরক্ষী বাহিনী ও নৌবাহিনী হেলিকপ্টারের সাহায্যে দুর্গতদের উদ্ধার করে ত্রাণশিবিরে নিয়ে যাচ্ছেন৷
এদিকে, শনিবারই কেরলে যান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়নের সঙ্গে কথা বলেন তিনি৷ হেলিকপ্টারে করে বন্যাবিধ্বস্ত এলাকা সরেজমিনে খতিয়ে দেখেন প্রধানমন্ত্রী৷ কেরলের বন্যা দুর্গতদের জন্য কেন্দ্রের তরফে ৫০০ কোটি টাকা অনুদানের বন্দোবস্ত করা হয়েছে৷
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.