Advertisement
Advertisement
Mamata Banerjee

KMC Election: ‘শান্তিতে ভোট দিয়েছে মানুষ, আমি খুশি’, ভোট দিতে গিয়ে বললেন মমতা বন্দ্যোপাধ্যায়

ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বরের প্রার্থী কাজরীকে নিয়ে ভোট কেন্দ্রে গেলেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee cast her vote | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 19, 2021 4:34 pm
  • Updated:December 19, 2021 4:54 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোট দিতে মিত্র ইনস্টিটিউশনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার বিকেলে ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে ভোট দিতে যান তিনি। তাঁর কথা, সকলে শান্তিতে ভোট দিয়েছেন, তাতে খুশি তিনি। 

কলকাতা পুরসভার ৭৩ নং ওয়ার্ডের বাসিন্দা মুখ্যমন্ত্রী। এদিন বিকেল ৪ টে নাগাদ ভ্রাতৃবধূ তথা নিজের ওয়ার্ডের প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে নিয়ে মিত্র ইনস্টিটিউশনে যান মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হন তিনি। বলেন, “শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে। মানুষ শান্তিতে ভোট দিচ্ছে, আমি খুশি।” পুরভোটের সকাল থেকে কলকাতার বিভিন্ন প্রান্তে অশান্তির অভিযোগ তুলেছেন বিরোধীরা। সেই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “কেউ ভোটে প্রার্থী দিতে পারছে না, ভোট হচ্ছে না, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনামাফিক নানারকম অভিযোগ করা হচ্ছে।” সাংবাদিকদের সঙ্গে কথা বলার পরই ভোট দিতে কেন্দ্রের ভিতরে চলে যান মুখ্যমন্ত্রী। 

Advertisement

[আরও পড়ুন: Kolkata Municipal Election 2021: বিরিয়ানি নিন, ভোট দিন! মানিকতলায় ভোটারদের প্রভাবিত করার অভিযোগ বিজেপির বিরুদ্ধে

মুখ্যমন্ত্রী যাওয়ার কিছুক্ষণ আগেই মিত্র ইনস্টিটিউশনে ভোট দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় (Abhishek Banerjee)। সাংবাদিকদের মুখোমুখি হয়ে অভিষেক বলেন, “অশান্তিতে আমাদের কেউ জড়িত আছে এমন প্রমাণ দিতে পারলে, দলীয় ও প্রশাসনিক স্তরে কড়া ব্যবস্থা নেব। নজিরবিহীন ব্যবস্থা নেওয়া হবে। দলমত নির্বিশেষে কেউ যদি জড়িত থাকে তাহলে প্রশাসনকে বলব কঠোর ব্যবস্থা নিতে।” এরপর বিরোধীদের উদ্দেশে তাঁর কটাক্ষ, “বিজেপি এজেন্ট পাচ্ছে না। নাচতে না জানলে উঠোন বাঁকা। অন্য কেউ এজেন্ট না পেলে আমরা কী করব?”

[আরও পড়ুন: আঁতাঁতের তত্ত্বেই সিলমোহর? পুরভোট বাতিলের দাবিতে একযোগে বিক্ষোভ বাম-কংগ্রেস-বিজেপির

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement