Advertisement
Advertisement

Breaking News

Mamata Banerjee

একের পর এক পথদুর্ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী, পরিবহণ মন্ত্রীকে ফোন, কড়া পদক্ষেপের আশ্বাস

সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গিয়েছে একরত্তির।

CM Mamata Banerjee calls Transport minister after Salt Lake accident
Published by: Paramita Paul
  • Posted:November 12, 2024 7:02 pm
  • Updated:November 12, 2024 8:26 pm  

নব্যেন্দু হাজরা: রাজ্যে একের পর এক পথ দুর্ঘটনা। বেপরোয়া গতির বলি খুদে থেকে বৃদ্ধ। যা নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে সল্টলেকে দুই বাসের রেষারেষিতে প্রাণ গিয়েছে তৃতীয় শ্রেণির পড়ুয়ার। এর পরই উত্তরবঙ্গ থেকে মুখ্যমন্ত্রী সরাসরি ফোন করলেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তীকে। তাঁর নির্দেশ, দুর্ঘটনা রুখতে কড়া ব্যবস্থা নিতে হবে। এর পরই পরিবহণ মন্ত্রী জানিয়ে দেন, রেষারেষির জেরে দুর্ঘটনা ঘটলেই ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের করা হবে।

একের পর এক সড়ক দুর্ঘটনায় মর্মাহত মুখ্যমন্ত্রী। সূত্রের খবর, মন্ত্রীকে সাফ জানিয়েছেন, মানুষের প্রাণের দাম সবার আগে। রাস্তায় বাসের রেষারেষি, বেপরোয়া গতির দাপট রুখতে কড়া ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন মমতা। এর পরই আগামী ১৪ নভেম্বর সল্টলেকে বৈঠক ডেকেছেন পরিবহণ মন্ত্রী। বৈঠকে স্নেহাশিস চক্রবর্তীর পাশাপাশি থাকবেন পুর-নগরায়ণ মন্ত্রী ফিরহাদ হাকিম। থাকবেন রাজ্য পুলিশের ডিজি রাজীব কুমার, কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মা ও বিধাননগরের সিপি-সহ বিভিন্ন জেলার পুলিশ সুপাররা। এছাড়াও থাকবেন বেসরকারি বাস-মিনিবাস সংগঠন, বিভিন্ন সরকারি পরিবহণ সংস্থার প্রতিনিধিরা।

Advertisement

এ প্রসঙ্গে পরিবহণ মন্ত্রী বলেন, “মানুষের জীবনের দাম সবার আগে। এবার থেকে রেষারেষি বা বেপরোয়া গতির বলি হলে ঘাতক চালকের বিরুদ্ধে খুনের অভিযোগ দায়ের হবে।” সবমিলিয়ে রাজ্যে পথ দুর্ঘটনা রুখতে কড়া হচ্ছে রাজ্য সরকার। 

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement