Advertisement
Advertisement
CM Mamata Banerjee-Jagdeep Dhankhar

রাজ্যপালকে ফোন মুখ্যমন্ত্রীর, বিধানসভার অধিবেশনে ভাষণের সময় নিয়ে কাটালেন বিভ্রান্তি

'ছাপার ভুল, দুপুর ২টোয় রাজ্যপালের ভাষণ', জানালেন মুখ্যমন্ত্রী।

CM Mamata Banerjee calls Guv Jagdeep Dhankhar to clear the confusion regarding the time of budget session in WB Assembly | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:February 24, 2022 5:57 pm
  • Updated:February 24, 2022 6:57 pm

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাত দু’টো নয়, দুপুর দু’টোয় বিধানসভা অধিবেশনের (Budget session of Assembly) বাজেট ভাষণ দেবেন রাজ্যপাল। অনুষ্ঠানের সূচিতে টাইপের ভুল হয়েছে। বিভ্রান্তি কাটাতে রাজ্যপালকে ফোন করলেন মুখ্যমন্ত্রী। তাঁকে ছাপার ভুলের কথা উল্লেখ করে সঠিক দিনক্ষণও জানান। যদিও ঘনিষ্ঠ মহলে মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই ভুল একেবারেই কাম্য নয়। তবে রাত ২টো এবং দুপুর ২টোর বিষয়টি বুঝে নেওয়া কঠিন ছিল না। পরোক্ষে তিনি রাজ্যপালের উদ্দেশেই এমন মন্তব্য করেন, তা স্পষ্ট।

বৃহস্পতিবারই রাজ্য মন্ত্রিসভার তরফে রাজ্যপালকে পাঠানো হয়েছে অধিবেশনের সূচি। সেই অনুযায়ী, অধিবেশন শুরুর দিন অর্থাৎ ৭ মার্চ রাত দু’টোয় রাজ্যপালের ভাষণ দেওয়ার কথা। আর সেটি হাতে পাওয়া মাত্রই টুইট করলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Guv Jagdeep Dhankhar)। উল্লেখ করলেন, ইতিহাসে এই প্রথম যে মাঝরাতে বিধানসভা অধিবেশন চলছে এবং ভাষণ দেওয়ার জন্য রাজ্যপালকে সময় দেওয়া হল। মন্ত্রিসভার সেই সূচি মেনে তিনিও অধিবেশন ডাকেন।

Advertisement

[আরও পড়ুন: উত্তপ্ত রাশিয়ায় ইমরান, যুদ্ধ নিয়ে ‘উচ্ছ্বাস’ প্রকাশ পাক প্রধানমন্ত্রীর]

যদিও বিষয়টি প্রকাশ্যে আসতেই রাজ্যের তরফে জানানো হয়েছে, সূচিপত্র টাইপ করতে গিয়েই বিপত্তি ঘটেছে। ইংরাজি 2 PM-এর জায়গায় 2 AM লেখা হয়েছে ভুল করে। এরপর আবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) নিজে ফোন করেন রাজ্যপালকে। জানান, টাইপের ভুলে দুপুর ২টোর বদলে রাত ২টো হয়ে গিয়েছে। ৭ মার্চ দুপুরে ২টোয় রাজ্যপালের ভাষণ দিয়ে শুরু হবে বাজেট অধিবেশন। তা নিশ্চিত করার জন্যই তিনি ফোন করেছেন। 

[আরও পড়ুন: নতুন রেকে সমস্যা, ক্ষয় চাকায়, আচমকা মেট্রোর গতি কমায় দুর্ভোগ যাত্রীদের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement