Advertisement
Advertisement

Breaking News

দেশের অভ্যন্তরীণ ফাইল চুরি যায়নি তো? নারী দিবসের কর্মসূচিতে প্রশ্ন মমতার

নোটবন্দি করেও সন্ত্রাসবাদের কোমর ভাঙতে ব্যর্থ সরকার, অভিযোগ মুখ্যমন্ত্র্রীর৷

 CM Mamata Banerjee attacks PM Narendra Modi
Published by: Tanujit Das
  • Posted:March 8, 2019 2:01 pm
  • Updated:March 8, 2019 2:01 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ‘‘নোটবন্দির পর বলেছিল সন্ত্রাসবাদ নির্মূল হবে৷ কিন্তু মোদিবাবুর জমানায় ২৬০ শতাংশ বৃদ্ধি পেয়েছে সন্ত্রাসবাদ৷’’ সন্ত্রাসবাদকে ইস্যু করে শুক্রবার নারী দিবসের কর্মসূচি শেষে ঠিক এই ভাষাতেই কেন্দ্রের মোদি সরকারকে আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অভিযোগ করলেন, জঙ্গি সংগঠনের কোমর ভেঙে দেওয়ার কথা বললেও, তা করতে সম্পূর্ণ ব্যর্থ বিজেপি সরকার৷ নোটবন্দি করে আসলে সাধারণ মানুষের ক্ষতি করা হয়েছে৷

[নারীদের সম্মান জানাতে ‘রেসপেক্ট উইমেন’ শুরু করল লালবাজার]

Advertisement

শুক্রবার আন্তর্জাতিক নারী দিবসে আনুষ্ঠানিকভাবে লোকসভা ভোটের প্রচার শুরু করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ এদিন কলেজ স্ট্রিটের শ্রদ্ধানন্দ পার্ক থেকে মিছিল শুরু করেন মুখ্যমন্ত্রী, শেষ করেন ধর্মতলার ডোরিনা ক্রসিংয়ে৷ মিছিলে পা মেলান মহিলা তৃণমূল কংগ্রেসের সকল স্তরের নেত্রীরা৷ মিছিল শেষে বক্তৃতা দিতে উঠে শুরু থেকেই বিজেপির বিরুদ্ধে বিষোদগার করেন মুখ্যমন্ত্রী৷ বিজেপিকে কটাক্ষ করে তিনি বলেন, যারা রাফালের ফাইল সামলে রাখতে পারে না, দেশের সুরক্ষা করবে কীভাবে? তিনি বলেন, ‘‘গণপিটুনির নামে সমগ্র দেশে দলিতদের উপর অত্যচার চলছে৷ মহিলাদের উপর অত্যাচার চলছে৷ শ্রমিক, কৃষকদের উপর অত্যাচার চলছে৷’’ অভিযোগ করেন, মুখে মহিলাদের উন্নয়নের কথা বললেও, মহিলা সংরক্ষণ বিল পাশ করতে ব্যর্থ কেন্দ্রীয় সরকার৷ এদিন মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ‘‘লোকসভায় ৩৫ শতাংশ তৃণমূলের মহিলা সাংসদ রয়েছে৷ অন্য কোনও দলের এত সংখ্যায় মহিলা সাংসদ নেই৷ এই পরিসংখ্যান আরও বাড়ানোর চেষ্টা করব৷’’

[স্কুলে নয় মেয়েকে মধুচক্রে পাঠাত মা, পুলিশের জালে পাঁচ অভিযুক্ত]

পাশাপাশি, মহিলা উন্নয়নে রাজ্য সরকারের একাধিক প্রকল্পের কথাও এদিন তুলে ধরেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ জানান, মহিলাদের ক্ষমতায়নে রাজ্য সরকার কন্যাশ্রী প্রকল্প শুরু করেছে৷ রূপশ্রী প্রকল্পে মেয়েদের বিয়ের জন্য ২৫ হাজার টাকা দেওয়া হয়৷ স্বাস্থ্যসাথী কার্ড মহিলাদের নামে হচ্ছে৷ একশো দিনের কাজে সবচেয়ে বেশি মেয়েরা কাজ করে৷

ছবি: পিন্টু প্রধান

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement