Advertisement
Advertisement

Breaking News

Railway Fare

নামেই ‘সুবিধা’ ট্রেন! বিমানের চেয়েও বেশি ভাড়া, কেন্দ্রকে কড়া আক্রমণ মুখ্যমন্ত্রীর

দুর্ঘটনা রোধে ব্যবস্থা না নেওয়ার অভিযোগও তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

CM Mamata Banerjee attacks centre for high railway fare in X handle | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:November 19, 2023 6:37 pm
  • Updated:November 19, 2023 6:37 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেন্দ্রের একাধিক সিদ্ধান্ত জনস্বার্থ বিরোধী বলে বারবার আক্রমণের ধার বাড়িয়েছে এ রাজ্যের শাসকদল তৃণমূল (TMC)। এবার তাদের হাতিয়ার স্পেশাল ‘সুবিধা’ ট্রেনের ভাড়া। রবিবার সোশাল মিডিয়ায় এই সংক্রান্ত পোস্ট করে কেন্দ্র সরকারকে তীব্র কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। নামেই ‘সুবিধা’, ভাড়া বিমানের চেয়েও বেশি। সাধারণ মানুষ যাবেন কোথায়? এই প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী। X হ্যান্ডলে যাত্রীদের নিরাপত্তাও বিঘ্নিত, এই অভিযোগেও সরব মমতা বন্দ্যোপাধ্যায়।

[আরও পড়ুন: মানবিক ভারত, প্যালেস্টাইনের পাশে দাঁড়িয়ে ৩২ টন ত্রাণ সামগ্রী পাঠাল নয়াদিল্লি]

রবিবার X হ্যান্ডলে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোস্ট, ‘‘এটা অত্যন্ত দুঃখের বিষয় যে রেলে যাত্রীভাড়া অত্যধিক বৃদ্ধি পাচ্ছে। কখনও তা বিমানের ভাড়ার চেয়েও বেশি হয়ে যাচ্ছে! পর্যাপ্ত নিরাপত্তাও নেই। জরুরি পরিস্থিতিতে তাহলে সাধারণ মানুষ কোথায় যাবে?’’ পাশাপাশি তাঁর পরামর্শ, ‘‘ভাড়াবৃদ্ধি রোধ করার স্বার্থে তা কমাতে হবে। নিরাপত্তায় আরও জোর দিতে হবে।”

Advertisement

ওই পোস্টে মুখ্যমন্ত্রী এও উল্লেখ করেছিলেন, তিনি রেলমন্ত্রী থাকার সময়ে দুর্ঘটনা রোধে (Anti-Accident) একাধিক উপায় নিয়ে আলোচনা করেছিলেন, সেসব চালু করার কাজও এগোচ্ছিল। তবে এতদিন পরও সেসব না হওয়ার জেরেই বারবার দুর্ঘটনা ঘটছে বলে অভিযোগ তুলেছেন মুখ্যমন্ত্রী। রেল সূত্রে খবর, জয়পুর থেকে বেঙ্গালুরু পর্যন্ত ‘সুবিধা’ ট্রেনের ভাড়া (Fare) উৎসবের মরশুমে ১১ হাজারেরও বেশি হয়েছিল। মুম্বই থেকে পাটনা যেতে গুনতে হয় ৯ হাজারেরও বেশি। এদিন মুখ্যমন্ত্রীর এই পোস্টের উদ্দেশ্য এসবই, মত ওয়াকিবহাল মহলের।

[আরও পড়ুন: শিয়রে বিশ্ববঙ্গ বাণিজ‌্য সম্মেলন, শহর থেকে প‌্যান্ডেলের বাঁশ খোলার ডেডলাইন দিল পুরসভা]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement