Advertisement
Advertisement

প্রতিবাদ করলেই ডিটেনশন ক্যাম্পে, এনআরসি ইস্যুতে কেন্দ্রকে তোপ মুখ্যমন্ত্রীর

অভিযোগ, তালিকায় নেই প্রচুর সংখ্যক বাংলাভাষীর নাম৷

 CM Mamata Banerjee attacked BJP Govt. over NRC issue
Published by: Tanujit Das
  • Posted:August 14, 2018 8:21 pm
  • Updated:August 14, 2018 8:21 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: অসমের জাতীয় নাগরিকপঞ্জি নিয়ে কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে আবারও তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ তথ্য পরিসংখ্যান পেশ করে অভিযোগ করলেন, উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রচুর বাংলাভাষীর নাম বাদ দেওয়া হয়েছে৷ যাঁরাই বিজেপির বিরুদ্ধে প্রতিবাদের সুর চড়িয়েছেন তাঁদেরকেই ডিটেনশন ক্যাম্পে ভরা হয়েছে৷

মঙ্গলবার নবান্নের সাংবাদিক বৈঠকে, আগের চেয়ে আরও বেশি কেন্দ্রের বিরুদ্ধে সরব হতে দেখা গিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে৷ বিভিন্ন নথি পেশ করে তিনি দেখান, যাঁরা ১৯৬৫ বা ১৯৭১ থেকে অসমে রয়েছেন, তাঁদেরও নাম বাদ পড়েছে জাতীয় নাগরিকপঞ্জি থেকে৷ এই নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে আরও গলা চড়ান রাজ্যের প্রশাসনিক প্রধান৷ বলেন, বাদ পড়া ৪০ লাখ মানুষের মধ্যে বেশির ভাগ বাংলাভাষী মানুষজন রয়েছেন৷ যাঁদের মধ্যে ২৬ লাখ হিন্দু, ১৩ লাখ হিন্দু-বাঙালি ও ১৩ লাখ বাঙালি-মুসলমান৷

Advertisement

[গার্ডওয়াল ভেঙে পুকুরে পড়ে গেল পুলকার, জখন ১৩ পড়ুয়া]

সাম্প্রতিককালে একাধিকবার রাজ্যে এসেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ৷ এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্রে মোদি৷ প্রত্যেকেই রাজ্যের ক্ষমতায় থাকা তৃণমূল সরকারের বিরুদ্ধে গণতন্ত্রহরণের অভিযোগে সরব হয়েছেন৷ রাজ্যে গণতন্ত্রের পরিবেশ নেই বলতে শোনা গিয়েছে তাঁদেরকে৷ এবার বিজেপি শীর্ষ নেতৃত্বের সেই আক্রমণকে হাতিয়ার করে পালটা আক্রমণে যেতে দেখা গেল মুখ্যমন্ত্রীকে৷ তিনি অভিযোগ করেন, সংবাদিকদের কণ্ঠরোধ করছে কেন্দ্রীয় সরকার৷ যাঁরা বিজেপির বিরুদ্ধে আওয়াজ তুলেছে তাঁদেরকেই হত্যা করা হচ্ছে অথবা আক্রান্ত হতে হচ্ছে৷

[কন্যাশ্রীদের জন্য তৈরি হবে নতুন বিশ্ববিদ্যালয়, ঘোষণা মুখ্যমন্ত্রীর]

গত ৩১ জুলাই অসমের নাগরিকপঞ্জির দ্বিতীয় খসড়া তালিকা প্রকাশিত হওয়ার পর থেকেই উত্তাল হয়েছে জাতীয় রাজনীতির মঞ্চ৷ যাতে অন্যতম ভূমিকা পালন করছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ অসমে নাগরিকদের উপরে অত্যাচার চলছে বলে সরব হতে দেখা যায় তাঁকে৷ অসমের পরিস্থিতি খতিয়ে দেখতে প্রতিনিধি দলও পাঠায় তৃণমূল কংগ্রেস৷ কিন্তু তাঁদের বিমানবন্দর থেকেই ফিরে আসতে হয়৷ বিজেপি বারবারই বলে এসেছে অসমের পরিস্থিতি শান্ত৷ কেন্দ্রের শাসক দলের সেই দাবিকেই হাতিয়ার করেন মুখ্যমন্ত্রী৷ প্রশ্ন করেন, তবে কেন ৪০০ কোম্পানি বাহিনী মজুত রাখা হয়েছে আসমে?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement