Advertisement
Advertisement
CM Mamata Banerjee

সমস্যা হলে সরাসরি মমতাকেই অভিযোগ, আদিবাসী বোর্ডের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রীর

বৃহস্পতিবার নবান্নে আদিবাসী উন্নয়ন বোর্ডের বৈঠকে চার জেলাশাসকের উপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। মুখ্যসচিবকে সতর্ক করে বলেন, অফিসারদের জন্য সরকারের বদনাম যেন না হয়।

CM Mamata Banerjee assures SC-ST developement board to solve their problems directly | Sangbad Pratidin

নিজস্ব চিত্র

Published by: Sucheta Sengupta
  • Posted:February 22, 2024 9:04 pm
  • Updated:February 22, 2024 9:07 pm  

গৌতম ব্রহ্ম: আদিবাসী উন্নয়ন বোর্ডগুলির কাছে মুখ্যমন্ত্রীর দরজা আরও প্রশস্ত হল। বৃহস্পতিবার নবান্নে (Nabanna)আদিবাসী বোর্ডগুলির সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে স্পষ্ট জানান, জেলা প্রশাসনের কেউ যদি দুর্ব্যবহার করেন, সমস্যার সমাধানে উদাসীনতা দেখান কিংবা অন্য কোনও সমস্যা হয়, সেক্ষেত্রে বোর্ডের সদস্যরা সরাসরি তাঁর কাছেই অভিযোগ জানান। তিনি রাজ্য প্রশাসনের মাধ্যমে বিষয়টি সমাধানের চেষ্টা করবেন।

তফসিলি জাতি-উপজাতি (SC-ST) ও অন্যান্য অনগ্রসর শ্রেণির উন্নয়ন বোর্ডগুলিতে বৃহস্পতিবার নবান্নে ডেকে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। বিভিন্ন শ্রেণির উন্নয়নের জন্য মুখ্যমন্ত্রী নিজে বেশ কয়েকটি পৃথক বোর্ড তৈরি করে দিয়েছেন। সেসব বোর্ডের কাজ কেমন চলছে, তা নিয়ে তিনি নিজেই বার বার খোঁজ নেন। এদিনও বোর্ডের বৈঠকে তিনি সমস্যা, দাবিদাওয়ার কথা জানতে চান। সূত্রের খবর, কয়েকটি বোর্ডের তরফে অভিযোগ জানানো হয়েছে যে জেলা প্রশাসন তাঁদের প্রতি উদাসীন। সমস্যার কথা জানিয়েও সুরাহা মিলছে না। বাঁকুড়ার বাউল বোর্ডের চেয়ারম্যান জানিয়েছেন, তাঁদের সঙ্গে এমন কোনও সমস্যা হয়নি। কিন্তু তিনি বৈঠকে শুনেছেন, কেউ কেউ এই অভিযোগ জানিয়েছেন মুখ্যমন্ত্রীর কাছে।

Advertisement

[আরও পড়ুন: চোপড়ায় মৃত শিশুদের পরিবারের পাশে রাজ্য, ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা মুখ্যমন্ত্রীর]

তা শুনে চার জেলার জেলাশাসকের (DM) উপর ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, অফিসারদের কাজের জন্য নবান্নের বদনাম হচ্ছে। মুখ্যসচিবকে বিষয়টি দেখতে বলেন। বার বার উল্লেখ করেন, অফিসারদের জন্য সরকারের বদনাম যেন না হয়। মুখ্যমন্ত্রী আরও জানান, জেলা প্রশাসনের তরফে এধরনের কোনও আচরণ পেলে সরাসরি তাঁকেই বলা হোক। জেলাশাসক বা পুলিশ সুপারদের জানিয়েও কাজ না হলে তিনিই ত্রাতা হয়ে উঠবেন। এনিয়ে কারও কোনও দ্বিধা যেন না থাকে, বার বার সেকথা বোর্ডের সদস্যদের জানান মমতা বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই মুখ্যমন্ত্রীর তরফে এই সাহায্য়ের আশ্বাস পেয়ে খুশি বোর্ডের সদস্যরা। 

[আরও পড়ুন: স্বামীর জোরাজুরিতে ইউটিউব দেখে বাড়িতেই প্রসব! মৃত্যু মা ও সদ্যোজাতের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement