Advertisement
Advertisement
Mamata Banerjee

লগ্নি টানার লক্ষ্যে বিদেশে পাড়ি মুখ্যমন্ত্রীর, উড়ে গেলেন ১২ দিনের স্পেন সফরে

স্পেন থেকে দুবাই সফরে যাবেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ও প্রতিনিধিদল।

CM Mamata Banerjee and deligation team on the way to Spain Trip aiming to bring foreign investments | Sangbad Pratidin
Published by: Sucheta Sengupta
  • Posted:September 12, 2023 10:09 am
  • Updated:September 12, 2023 12:19 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: লক্ষ্য রাজ্যের জন্য বিনিয়োগ টানা। লগ্নিকে পাখির চোখ করে মঙ্গলবার সকালে বিদেশে পাড়ি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)। মঙ্গলবার সকাল ৯টা নাগাদ দমদম আন্তর্জাতিক বিমানবন্দরে (Dumdum Airport) পৌঁছন তিনি। সাংবাদিকদের মুখোমুখি হয়ে নিজের সফরসূচির বিস্তারিত জানান। পাশাপাশি রাজ্যবাসীর উদ্দেশে তাঁর শুভেচ্ছাবার্তা, ”সকলে সুস্থ থাকবেন, ভাল থাকবেন।” সঙ্গে বড়সড় প্রতিনিধিদল।  রয়েছেন ময়দানের তিন ফুটবল ক্লাবের কর্তা, বই প্রকাশকদের একটি দল। এদিন সকালের বিমানে মুখ্যমন্ত্রী-সহ প্রতিনিধিদলটি প্রথমে যাবেন দুবাই। সেখানে প্রায় ১৮ ঘণ্টার বিরতি। তারপর দুবাই থেকে স্পেনের উদ্দেশে রওনা দেবেন। স্পেন পৌঁছবেন বুধবার। মাদ্রিদ, বার্সেলোনা শহরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর। সেখানকার ফুটবল ক্লাব ও বিভিন্ন শিল্প সংস্থার সঙ্গে দফায় দফায় বৈঠক রয়েছে। লক্ষ্য একটাই, রাজ্যের জন্য বিদেশি লগ্নির রাস্তা আরও প্রশস্ত করা।

বিদেশ যাওয়ার আগে সোমবার মুখ্যমন্ত্রী নবান্নে (Nabanna) বৈঠক করে জানিয়েছেন, তিনি ৫ বছর পর বিদেশ যাচ্ছেন। কারণ, এতদিন তাঁর বিদেশ যাওয়ার অনুমতি মেলেনি। এও জানান, খুব বেশি দূরে যাচ্ছেন না। যাতে রাজ্যের কোনও জরুরি প্রয়োজন হলে চটজলদি ফিরে আসতে পারেন। যদিও স্পেন (Spain) থেকে লগ্নি টানার লক্ষ্যে একাধিক কর্মসূচিতে ব্যস্ত থাকলেও নবান্নের ‘কন্ট্রোল’ তাঁর হাতেই থাকবে বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সঙ্গে থাকবেন মুখ্যসচিব এইচ কে দ্বিবেদী। সোমবার সাংবাদিক বৈঠকে তিনি নিজেই জানান, স্পেন থেকে রোজ দু’বেলা প্রেস বিবৃতি দিয়ে রোজকার খবরাখবর জানাবেন।

Advertisement

[আরও পড়ুন: জি-২০ সম্মেলনের যৌথ ঘোষণাপত্র, বৈঠক শেষে প্রথমবার মুখ খুলল চিন]

জানা যাচ্ছে, স্পেনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রথম বৈঠক ফুটবল নিয়ে। ১৪ সেপ্টেম্বর, মাদ্রিদে লা লিগার প্রেসিডেন্টের সঙ্গে মুখ্যমন্ত্রী ও রাজ্য সরকারের প্রতিনিধিদলের বৈঠক। বাংলা ফুটবলের উন্নতির স্বার্থে সরকারের সঙ্গে কোনও বিশেষ চুক্তি হতে পারে লা লিগার (La Liga)। এই বৈঠকে তাঁর সঙ্গে থাকবেন ইস্টবেঙ্গল, মোহনবাগান, মহামেডান স্পোর্টিংয়ের ক্লাবকর্তারাও। এছাড়াও থাকার কথা ‘মহারাজা’ সৌরভ গঙ্গোপাধ্যায়েরও (Sourav Ganguly)। তিনি এই মুহূর্তে রয়েছেন লন্ডনে, স্ত্রী ও মেয়ের সঙ্গে। সেখান থেকেই ১৪ তারিখ সরাসরি মাদ্রিদ পৌঁছবেন তিনি। স্পেন থেকে দুবাইয়ে (Dubai) দু’দিনের সফর সেরে আগামী ২৩ তারিখ রাতে কলকাতায় ফিরে আসার কথা মুখ্যমন্ত্রীর।

[আরও পড়ুন: ‘সনাতন ধর্মকে অপমান, নীরব রাহুল-উদ্ধব’, প্রতিপক্ষকে হিন্দুত্বের তাসেই তোপ অনুরাগের]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement