Advertisement
Advertisement

উপাচার্য ও কলেজ অধ্যক্ষদের সঙ্গে নবান্নে জরুরি বৈঠক করবেন মুখ্যমন্ত্রী

বৈঠকে কোন বিষয়ে হবে আলোচনা?

CM decided to meet principal
Published by: Sayani Sen
  • Posted:January 10, 2019 7:28 pm
  • Updated:January 10, 2019 7:28 pm  

দীপঙ্কর মণ্ডল: উপাচার্য এবং অধ্যক্ষদের সঙ্গে বৈঠকে বসতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ আগামী সোমবার দুপুর দু’টোয় নবান্নের সভাঘরে এই বৈঠক হবে। বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর থেকে উপাচার্যদের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। ওই চিঠিতেই এই বৈঠকের কথা উল্লেখ করা হয়েছে৷

[ঝক্কি কমাতে নতুন শিক্ষাবর্ষে কলেজে ভরতি অনলাইনে, সিদ্ধান্ত শিক্ষামন্ত্রীর]

উচ্চমাধ্যমিকের পর স্নাতক স্তরে ছাত্র ভরতি নিয়ে একাধিক অভিযোগে গত বছর উত্তপ্ত হয়ে উঠেছিল শিক্ষাঙ্গন৷ নাম জড়িয়েছিল বিভিন্ন কলেজের৷ সেই সমস্যা যাতে নতুন করে এবছরেও মাথাচাড়া না দিতে পারে সে বিষয়ে একাধিক ভাবনাচিন্তা শুরু করেছে উচ্চশিক্ষা দপ্তর৷ দিনকয়েক আগে এক বৈঠক ডেকে শিক্ষামন্ত্রী সিদ্ধান্ত নেন চলতি বছর কলেজে ভরতির ফর্ম তোলা, ভরতি, ভেরিফিকেশন সবই হবে অনলাইনে৷ কিন্তু এখানেই শেষ নয়৷ অশান্তির ঘটনায় উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও৷ তাই এবার অধ্যক্ষ, উপাচার্যদের সঙ্গে মুখোমুখি বৈঠকে বসার সিদ্ধান্ত নিয়েছেন খোদ প্রশাসনিক প্রধান৷ আগামী সোমবার দুপুর দু’টোয় রাজ্যের প্রত্যেকটি কলেজের অধ্যক্ষ এবং উপাচার্যের সঙ্গে বৈঠকে বসবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ বৃহস্পতিবার উচ্চশিক্ষা দপ্তর থেকে একটি চিঠি উপাচার্যদের কাছে পাঠানো হয়৷ ওই চিঠিতে আগামী সপ্তাহের সোমবার বৈঠকের কথা উল্লেখ রয়েছে৷ ওইদিন দুপুর দু’টোয় প্রত্যেক উপাচার্য এবং অধ্যক্ষদের নবান্নের সভাঘরে উপস্থিত থাকার অনুরোধও জানানো হয়েছে৷

Advertisement

[দলবদলের পুরস্কার, লোকসভা ভোটে বিজেপি প্রার্থী হতে পারেন সৌমিত্র খাঁ]

এর আগেই বেসরকারি হাসপাতাল এবং বেসরকারি স্কুল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করেছেন মুখ্যমন্ত্রী৷ এই প্রথমবার কলেজ-বিশ্ববিদ্যালয়ের শীর্ষ পদাধিকারীদের সঙ্গে বৈঠক করতে চলেছেন তিনি৷ ওয়াকিবহাল মহলের মতে, সেদিক বিবেচনা করলে এ বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ৷ গত বছর স্নাতকে ভরতির সময় ভূরিভূরি অভিযোগ ওঠে বিভিন্ন কলেজের বিরুদ্ধে৷ সেই পরিস্থিতি সামাল দিতে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপও নিয়েছেন মুখ্যমন্ত্রী৷ কারও কারও মতে, মে-জুন মাস নাগাদ আবারও শুরু হবে স্নাতকে ভরতি৷ তার আগে এই বৈঠকে হয় তো কলেজে ভরতির প্রসঙ্গেও হতে পারে আলোচনা৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement