Advertisement
Advertisement

রাজনৈতিক উদ্দেশ্যে চালিত নয়, উর্জিতের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর

এদিন নোট বাতিলের পর থেকে রাজ্যের অর্থনীতির বেহাল ছবি নিখুঁতভাবে তুলে ধরা হয় উর্জিতের সামনে৷

cm apple to rbi governor, not to get manipulated by central politics
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:December 15, 2016 7:53 pm
  • Updated:June 22, 2022 2:40 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রধানমন্ত্রী নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করার পর প্রথম বিরোধিতায় সরব হয়েছিলেন তিনি৷ সাধারণ মানুষের ভোগান্তি নিয়ে দরবার করেছিলেন রাষ্ট্রপতির কাছে৷ নোট বাতিলের একমাস পরে রিজার্ভ ব্যাঙ্কের গভর্নরের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঠিক তারপরই রাজ্যে এলেন উর্জিত প্যাটেল৷ এদিন তাঁর সঙ্গে বেশ কিছুক্ষণ পুরো পরিস্থিতি নিয়ে আলোচনা করেন মুখ্যমন্ত্রী৷গর্ভনরকে চিঠি দিয়ে রাজ্যের বক্তব্যও জানিয়ে দেওয়া হয়৷

নোট বাতিলের পর সাধারণ মানুষের ভোগান্তিকে হাতিয়ার করেই দিল্লিতে বিরোধিতার ঝড় তুলেছিলেন৷ এদিন উর্জিত প্যাটেলকে সামনে পেয়েও সে কথাই তুলে ধরেন তিনি৷ লিখিতভাবে চিঠি দিয়ে জানানো হয় রাজ্যের ক্ষয়ক্ষতির কথা৷ রিজার্ভ ব্যাঙ্ক একটি স্বায়ত্তশাসিত সংস্থা৷ কোনওভাবেই তা যেন রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহৃত না হয় এদিন সে কথাও মুখ্যমন্ত্রী বলেন গর্ভনরকে৷ এখনও পর্যন্ত দেশের ব্যাঙ্কগুলিতে পর্যাপ্ত টাকার জোগান নেই৷ মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়েছে রাজ্যের কৃষি৷ পাশাপাশি চা বাগানের পরিস্থিতি আরও ভয়াবহ৷ নোট বাতিলের পর থেকে রাজ্যের অর্থনীতির বেহাল ছবি নিখুঁতভাবে তুলে ধরা হয় উর্জিতের সামনে৷

Advertisement

বরাবরই মুখ্যমন্ত্রী বলে আসছেন যে কালো টাকা রোখার বিরুদ্ধে তিনি নন৷ কিন্তু হুট করে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করে দেশবাসীকে চরম বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েছেন প্রধানমন্ত্রী৷ পুরো প্রক্রিয়াটি আরও পরিকল্পনামাফিক করা উচিত ছিল বলেই অভিমত তাঁর৷ রাজনৈতিক কারণে তাঁর বিরোধিতা নয়৷ বরং সাধারণ মানুষের ভোগান্তির  মেটানোর কোনও ব্যবস্থা না করা, নোটের জোগানের সঠিক পদক্ষেপ না থাকারই বিরোধিতা করেছেন বরাবর৷ এদিন লিখিতভাবে রাজ্যের ক্ষয়ক্ষতির কথা জানানো হয় রিজার্ভ ব্যাঙ্কের গর্ভনরকে৷ পাশাপাশি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করে তুলতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ারও আর্জি জানানো হয়৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement