ছবি: প্রতীকী।
অর্ণব আইচ: গৃহশিক্ষকের বাড়ি থেকে উদ্ধার হল ছাত্রীর ঝুলন্ত দেহ। ওই ছাত্রী প্রতিদিনই তাঁর জেঠুর বাড়িতে গৃহশিক্ষকের কাছে পড়তে যেত। পড়াশোনার পর নিখোঁজ হয়ে যায় সে। বন্ধ ঘরের ভিতর থেকে উদ্ধার হয় ছাত্রীর দেহ। রিজেন্ট পার্ক থানার পুলিশ ছাত্রীর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। পরীক্ষায় ফল খারাপ হওয়ায় বাবা-মার বকাঝকার জেরে ছাত্রীটি এমন কাণ্ড ঘটিয়েছে বলেই দাবি অভিভাবকদের। ছাত্রীর মৃত্যুতে শোকে পাথর তার বাবা-মা।
জেঠুর বাড়িতে গৃহশিক্ষক আসতেন। অন্যান্য দিনের মতো শনিবার সকালে সেখানেই ষষ্ঠ শ্রেণির ওই ছাত্রী পড়তে গিয়েছিল। পড়ানোর পর শিক্ষক চলে যান। তারপর থেকে ওই ছাত্রীর আর খোঁজ পাওয়া যাচ্ছিল না। বেশ কিছুটা কেটে যাওয়ার পর তার খোঁজখবর শুরু হয়। জেঠুর বাড়ির একটি বন্ধ ঘরে নজর যায় সকলের। সেখানে ঢুকে অবাক হয়ে যান প্রায় সকলেই। তাঁরা দেখেন ঘরের ভিতর ঝুলছে কিশোরীর দেহ। কিন্তু কী কারণে আত্মহত্যা করল ওই কিশোরী? ছাত্রীর বাবা-মায়ের দাবি, পরীক্ষার ফল খারাপ হয়েছিল ওই ছাত্রীর। মা-বাবাকে গিয়ে ওই রেজাল্ট জানাতে পারেনি ষষ্ঠ শ্রেণির ছাত্রী। বাধ্য হয়ে রেজাল্টে নিজে লিখে নম্বর বদলেরও চেষ্টা করে। কিন্তু তার কারসাজিতে ধরে ফেলেন বাবা-মা। জানতে পেরে যান ছাত্রীর জেঠুও। বকাঝকা করা হয় তাকে। তার জেরেই মানসিক অবসাদে ভুগছিল ছাত্রী। তাই জেঠুর বাড়িতে পড়তে গিয়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে ষষ্ঠ শ্রেণির ছাত্রী।
খবর পেয়ে রিজেন্ট পার্ক থানার পুলিশ ওই কিশোরীর জেঠুর বাড়িতে যায়। তার দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পরীক্ষার ফলাফল খারাপ হওয়ায় আত্মহত্যা নাকি এর নেপথ্যে রয়েছে অন্য কোনও কারণ, তা খতিয়ে দেখছে পুলিশ।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2024 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.