Advertisement
Advertisement
Primary Section

আগামী বছর প্রাথমিকে পঞ্চম শ্রেণিও, রাজ্যের ২ হাজারের বেশি স্কুলে শুরু প্রস্তুতি

বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।

Class five will be included in primary section from next year

ফাইল ছবি

Published by: Sayani Sen
  • Posted:October 30, 2024 11:14 pm
  • Updated:October 30, 2024 11:14 pm  

ধীমান রক্ষিত: এবার আর চতুর্থ শ্রেণি পর্যন্ত নয়। প্রাথমিক স্কুলে যোগ হবে পঞ্চম শ্রেণিও। আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের অন্তত ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করা হবে বলেই খবর। বুধবার এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছে স্কুলশিক্ষা দপ্তর।

ওই বিজ্ঞপ্তিতে শিশুদের বিনামূল্যে এবং বাধ্যতামূলক শিক্ষার অধিকার আইন, ২০০৯-এর কথা উল্লেখ করা হয়েছে। আর সেই অনুযায়ী, ২০২৫ সালের জানুয়ারি মাস অর্থাৎ আগামী শিক্ষাবর্ষ থেকে রাজ্যের ২ হাজার ৩৩৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই তালিকায় রয়েছে কলকাতার ৫২টি স্কুল। এছাড়া হাওড়ার ১৪৫টি, হুগলি ২০৮টি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনার যথাক্রমে ১৯৮ এবং ৩২৭টি, পূর্ব মেদিনীপুরে ৬১টি, পশ্চিম মেদিনীপুরে ৬৫টি, পূর্ব ও পশ্চিম বর্ধমানের যথাক্রমে ৮৩টি এবং ৮৭টি, বীরভূমের ১১৯টি, বাঁকুড়ার ৪৫টি, পুরুলিয়ার ২৪টি স্কুল। বাদ নেই উত্তরবঙ্গও। জলপাইগুড়ির ২৭টি, মালদহের ২২৯টি, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর ৭৯ এবং ১৭টি, কোচবিহারের ২৫টি প্রাথমিক স্কুলে পঞ্চম শ্রেণিকে যুক্ত করা হবে। সেই অনুযায়ী উপযুক্ত ব্যবস্থাপনা নেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।

Advertisement

Notification

উল্লেখ্য, কেন্দ্রীয় আইন অনুযায়ী প্রথম থেকে পঞ্চম শ্রেণি শিক্ষার প্রাথমিক স্তরের অন্তর্ভুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গে পঞ্চমের স্থান এখনও উচ্চ প্রাথমিকেই। কেন্দ্র ও অন্যান্য রাজ্যের সঙ্গে সামঞ্জস্য আনতে সক্রিয় রাজ্য। শিক্ষাদপ্তর সূত্রে জানা গিয়েছে, রাজ্যে প্রাথমিক স্কুল রয়েছে প্রায় ৫৬ হাজার। শিক্ষকের সংখ্যা ১ লক্ষ ৮০ হাজার। পঞ্চম শ্রেণিকে প্রাথমিক স্কুলের অন্তর্ভুক্ত করতে হলে আরও ৫০ হাজার শিক্ষক নিয়োগ করতে হবে। সে কারণে গত জুলাই মাসে ডিআইদের বলা হয়েছিল, প্রাথমিকে পঠনপাঠনের নতুন বিন্যাসের জন্য কোথায় কী কী প্রয়োজন, তার তালিকা তৈরি করা হোক। ইতিমধ্যেই রাজ্য সরকারকে পাঁচ সদস্যের একটি কমিটি গঠন করার প্রস্তাব দেয় স্কুলশিক্ষা দপ্তর। ওই কমিটিতে জেলাশাসক-সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিদের যুক্ত করার প্রস্তাবও রয়েছে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement