Advertisement
Advertisement

Breaking News

বিজেপি

আক্রান্ত কর্মীদের দেখতে গিয়ে পুলিশি বাধা, আটক সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার

২ সাংসদকে আটক করতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপির কর্মী-সমর্থকরা।

Clash broke out betwee Police and BJP MP and worker in behala
Published by: Tiyasha Sarkar
  • Posted:February 29, 2020 7:41 pm
  • Updated:February 29, 2020 7:45 pm  

রূপায়ণ গঙ্গোপাধ্যায়: আক্রান্ত দলীয় কর্মীদের বাড়ি যাওয়ার পথে পুলিশি বাধার মুখে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও ডাঃ সুভাষ সরকার। সাংসদদের বাধা দিতেই পুলিশের সঙ্গে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দলীয় কর্মীরা। এরপরই দুই সাংসদকে আটক করে ঠাকুরপুকুর থানায় নিয়ে যায় পুলিশ। শেষ পাওয়া খবর অনুযায়ী এখনও থানাতেই রয়েছেন সাংসদরা। বাইরে বিক্ষোভে শামিল বিজেপির কর্মী-সমর্থকরা।

CAA’র বিরোধিতায় যেমন সরব গোটা দেশ। সংশোধিত নাগরিকত্ব আইন বাতিলের দাবিতে পথে নেমেছেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইভাবে আইনের সমর্থনে পথে নেমেছে বিজেপি। আইনের সুফল বোঝাতে রাজ্যের বিভিন্ন প্রান্তে মিটিং-মিছিল করছেন বিজেপির নেতা-মন্ত্রী-সাংসদরা। সেরকমই শনিবার CAA’র সমর্থনে সভা করতে দক্ষিণ কলকাতায় যান বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ ও সুভাষ সরকার। সেখান থেকে ঠাকুরপুকুর শীলপাড়ায় দলীয় কার্যালয়ে যান তাঁরা। কার্যালয় থেকে বেরিয়ে এলাকায় তৃণমূলের দ্বারা আক্রান্ত কর্মীদের সঙ্গে দেখা করার কথা ছিল তাঁদের।

Advertisement

[আরও পড়ুন: মায়ের সঙ্গে সাদ্দামের ঘনিষ্ঠতা মানতে পারেননি রিয়া, হলদিয়া কাণ্ডে নয়া তথ্য পেল পুলিশ] 

সেই উদ্দেশ্যে কার্যালয় থেকে বের হতেই পুলিশি বাধার মুখে পড়েন দুই সাংসদ। তখনই পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে জড়িয়ে পড়ে বিজেপির কর্মীরা। এরপরই সৌমিত্র খাঁ ও সুভাষ সরকারকে আটক করে ঠাকুরপুকুর থানার পুলিশ। জোর করে পুলিশের গাড়িতে তোলা হয় তাঁদের। সাংসদদের থানায় নিয়ে যেতেই থানার বাইরে জমায়েত করে বিজেপি কর্মীরা। সাংসদদের মুক্তির দাবিতে স্লোগান তোলে তাঁরা। শুরু হয় বিক্ষোভ। এ প্রসঙ্গে কথা বলা হলে সৌমিত্র খাঁ জানিয়েছেন যে,” কোনও সভা ছিল না। শুধু আক্রান্ত কর্মীদের বাড়িতে যেতাম। কথা বলতাম পরিবারের সঙ্গে, কিন্তু পুলিশ বাধার মুখে পিছু হটতে বাধ্য হই।”

[আরও পড়ুন: আসানসোলের তৃণমূল নেতারা ‘কাপুরুষ’, আক্রান্ত দলীয় কর্মীর সঙ্গে দেখা করে তোপ বাবুলের]

দেখুন ভিডিও:

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement