Advertisement
Advertisement

Breaking News

Shoot Out

দুই পাড়ার বিবাদকে কেন্দ্র করে তুমুল উত্তেজনা ভবানীপুরে, চলল ‘গুলি’

পুলিশের দীর্ঘক্ষণের চেষ্টায় আয়ত্তে আসে পরিস্থিতি।

Clash between two group of people in Bhawanipore area | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:September 7, 2022 12:21 pm
  • Updated:September 7, 2022 12:22 pm  

অর্ণব আইচ: দুই পাড়ার বিবাদেরচলল গুলি। সেই ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য ছড়াল ভবানীপুরে (Bhawanipore)। ঘটনাস্থলে গিয়ে দীর্ঘক্ষণের চেষ্টায় পরিস্থিতি আয়ত্তে আনে পুলিশ। আটক করা হয়েছে বেশ কয়েকজনকে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে ভবানীপুরে, কলকাতা পুরসভার ৭১ নম্বর ওয়ার্ডে। মঙ্গলবার রাতে এলাকারই এক যুবক ভিকি সাউয়ের সঙ্গে অশান্তি বাঁধে স্থানীয় দুই যুবকের। অভিযোগ, এলাকার দুই যুবককে বেধড়ক মারধর করে ভিকির সাউয়ের অনুগামীরা। তারপরই দুই দলের মধ্য শুরু হয় হাতাহাতি। ক্রমেই তা বিরাট আকার নেয়। কার্যত ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। ঘটনাস্থলে জড়ো হন স্থানীয়রা। মূলত ভিকির বাড়ির সামনে ভিড় হয়ে যায়। স্থানীয়দের দাবি, সেই সময়ই জনতাকে লক্ষ্য করে গুলি চালায় ভিকি।

Advertisement

[আরও পড়ুন: পরপর দু’দিন বিক্ষোভের জের, আগামী ৭ দিন বর্ধমান-হাওড়া রুটে চলবে বিশেষ ট্রেন]

ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। তাঁদের সামনেও চলে অশান্তি-মারধর। দীর্ঘক্ষণের পর পরিস্থিতি আয়ত্তে আসে। যদিও গুলি চলেনি বলেই দাবি পুলিশের। ইতিমধ্যেই এই ঘটনায় চারজনকে আটক করেছে পুলিশ। তবে ঠিক কী কারণে এই ঝামেলা তা এখনও স্পষ্ট নয়। সম্ভবত পুরনো অশান্তির জেরে বলেই অনুমান পুলিশের।

[আরও পড়ুন: কয়লাপাচার কাণ্ডে মন্ত্রী মলয় ঘটকের বাড়িতে CBI হানা, চলছে তল্লাশি]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement