Advertisement
Advertisement
Saraswati Puja

সরস্বতী পুজোর রাতে দুই ক্লাবের বচসা, তুমুল সংঘর্ষে উত্তপ্ত আমর্হাস্ট স্ট্রিট

২ জনকে আটক করা হয়েছে।

Clash between two clubs in Amherst street in Saraswati Puja night | Sangbad Pratidin

ফাইল ছবি

Published by: Paramita Paul
  • Posted:February 6, 2022 9:05 am
  • Updated:February 7, 2022 9:44 am  

অর্ণব আইচ: সরস্বতী পুজোর (Saraswati Puja) রাতে দুই ক্লাবের সদস্যদের সংঘর্ষ ঘিরে উত্তপ্ত হল খাস কলকাতা। শনিবার রাতে আমর্হাস্ট স্ট্রিট এলাকায় দুই ক্লাবের সংঘর্ষ বাঁধে। হাতাহাতির জেরে জখম হয়েছেন কয়েকজন। আমর্হাস্ট স্ট্রিট থানার পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। হামলার ঘটনায় ইতিমধ্যে ২ জনকে আটক করা হয়েছে।

আমর্হাস্ট স্ট্রিট এলাকায় মুখোমুখি দু’টি ক্লাব রয়েছে। ভিয়েনা ক্লাব এবং বিবেকানন্দ স্পোর্টিং ক্লাব। দু’টি ক্লাবেই বাগদেবীর আরাধনা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, পুজো ঘিরে দু’টি ক্লাবের মধ্যেই রেষারেষি চলছিল। শনিবার রাতে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবে সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে মাইক বাজানো নিয়েই গন্ডগোলের সূত্রপাত বলেই খবর।

Advertisement

[আরও পড়ুন: ইতিহাসের পাতায় যশ ধূলরা, ইংল্যান্ডকে উড়িয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বচ্যাম্পিয়ন ভারত]

শনিবার রাত ১১ টা নাগাদ প্রথমে মাইক বাজানো নিয়ে শুরু হয় গোলমাল। এরপর পুলিশের হস্তক্ষেপ গন্ডগোল মিটেও যায়। কিন্ত রাত গড়াতেই পের অশান্তি বাঁধে। অভিযোগ, রাত এগারোটার পর ভিয়েনা স্পোর্টিং ক্লাবের সদস্য প্রিয়াঙ্কু পান্ডে নামের একজন দলবল নিয়ে এসে বিবেকানন্দ স্পোর্টিং ক্লাবের সদস্যদের উপর চড়াও হয়। অভিযোগ, বাঁশ-রড দিয়ে মারধর করা হয়।

বেধড়ক মারধরে ৪ সদস্য তনয় দাস, গৌতম আঢ্যি, বিমল পাল, রতন রায়রা গুরুতর জখম হন। এই ৪ জনকেই চিকিৎসার জন্যে মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। গোটা ঘটনায় ২ জন অভিযুক্তকে আটক করেছে পুলিশ।

[আরও পড়ুন: ধর্ম বদল করে চতুর্থবার বিয়ে, স্ত্রীকে গর্ভপাতে চাপ, গ্রেপ্তার প্রতারক শিক্ষক]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement