Advertisement
Advertisement
Kolkata Civic Poll

১৯ ডিসেম্বর কলকাতা-হাওড়ায় পুরভোট, রাজ্যের প্রস্তাবেই সায় নির্বাচন কমিশনের

ভোটের দিনক্ষণ প্রথম জানিয়েছিল সংবাদ প্রতিদিন।

Civic Poll of Kolkata and Howrah will be conducted on 19 December | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:November 9, 2021 2:31 pm
  • Updated:November 9, 2021 2:46 pm

সংবাদ প্রতিদিন ব্যুরো: ১৯ ডিসেম্বরেই কলকাতা (KMC) ও হাওড়ায় (৫০ আসনে) পুরভোট। রাজ্যের প্রস্তাবেই সায় রাজ্য নির্বাচন কমিশনের (Election Commission)। মঙ্গলবার পুর ও নগরোন্নয়ন দপ্তরকে কমিশনের তরফে নির্বাচনী সূচির কথা জানিয়ে দেওয়া হয়েছে। সেকথা জানালেন পুরমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। নিয়ম মেনে খুব শীঘ্রই পুরভোটের বিজ্ঞপ্তি জারি করবে কমিশন।

সূত্রের খবর, ২০ নভেম্বর পুরভোট নিয়ে সর্বদলীয় বৈঠক ডাকতে পারে রাজ্য নির্বাচন কমিশন। উল্লেখ্য, সংবাদ প্রতিদিনে আগেই নির্বাচনের সূচি প্রকাশিত হয়েছিল। এবার সেই খবরেই সিলমোহর পড়ল।

Advertisement

[আরও পড়ুন: সিঙ্গুরের মতো নয়, বড়সড় ক্ষতিপূরণ দিয়েই দেউচা-পাচামিতে শিল্প, বিধানসভায় ঘোষণা মুখ্যমন্ত্রীর]

উপনির্বাচন মিটতেই কমিশনের সঙ্গে পুরনির্বাচন নিয়ে আলোচনায় বসেছিল রাজ্য সরকার। ১৯ ডিসেম্বর দুই পুরসভায় ভোট করানোর প্রস্তাব দিয়েছিল রাজ্য। সেই প্রস্তাবেই সায় দিল কমিশন। পুরদপ্তরকে জানিয়ে দেওয়া হল, ১৯ ডিসেম্বরই কলকাতা ১৪৪ ও হাওড়ার (Howrah) ৫০ আসনে পুরভোট হচ্ছে। নির্বাচনীবিধি বলে, ভোটের বিজ্ঞপ্তি জারির ২৭-৪২ দিনের মধ্যে ভোট করতে হয়। তাই দ্রুত পুরভোটের (Civic Polls) বিজ্ঞপ্তি জারি হবে। কমিশন সূত্রে খবর, ২৫ নভেম্বর বিজ্ঞপ্তি জারি করতে পারে কমিশন। 

যদিও কমিশন ও রাজ্যের এই সিদ্ধান্তের বিরোধিতা করেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর কথায়, “রাজ্যের একাধিক পুরসভায় ভোট বকেয়া রয়েছে। এভাবে দু’টি পুরসভায় ভোট করানো যায় না। আমরা  রাজ্য ও কমিশনের এই সিদ্ধান্তের বিরোধিতা করছি। প্রয়োজনে আদালতে যাব আমরা।”

[আরও পড়ুন: বিধানসভায় শপথ নতুন ৪ বিধায়কের, বিজেপির অনুপস্থিতিতে ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী]

কমিশন সূত্রে খবর, ২৫ নভেম্বর কমিশনের তরফে বিজ্ঞপ্তি জারির পরেই প্রার্থীদের মনোনয়ন জমার কাজ শুরু হয়ে যাবে। দুই পুরসভাতেই ২ ডিসেম্বর মনোনয়ন জমার শেষ দিন। মনোনয়নপত্র স্ক্রুটিনি হবে আগামী ৩ ডিসেম্বর আর প্রত্যাহারের শেষদিন ৪ ডিসেম্বর, শনিবার। রাজ্য নির্বাচন কমিশনের এক শীর্ষকর্তা এদিন জানিয়েছেন, ২১ নভেম্বর ভোটের নির্ঘণ্ট ঘোষণার সঙ্গে সঙ্গে গঙ্গার দু’দিকের শহরেই ও সরকারি প্রশাসনে নির্বাচনী বিধিনিষেধ কঠোরভাবে কার্যকর হয়ে যাবে। 

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement