Advertisement
Advertisement

ফের কালবৈশাখীর পূর্বাভাস, শহরে ৪৫ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া

আপাতত দুর্যোগ থেকে রেহাই নেই।

City may witness thunderstorm again
Published by: Tanumoy Ghosal
  • Posted:February 26, 2019 9:19 am
  • Updated:February 26, 2019 9:21 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝড়-বৃষ্টি আর হয়নি। তবে, মঙ্গলবার সকালেও কলকাতায় আকাশের মুখভার। রাতের দিকে ফের ঝড় উঠবে না তো? আশঙ্কার কথাই শুনিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আজ. মঙ্গলবার বটেই তো, বুধবারও সূর্যের দেখা পাওয়ার সম্ভাবনা কম। আকাশের মেঘলাই থাকবে। কলকাতায় ঘণ্টায় ৪৫ কিমি বেগে বাতাসও বইতে পারে। অর্থাৎ কালবৈশাখী হতে পারে আবারও। এদিকে সোমবার রাতে বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া ও বীরভূমের বিস্তীর্ণ অংশে। মুষলধারায় বৃষ্টি ও ঝোড়ো বাতাসে কার্যত লণ্ডভণ্ড অবস্থা নদিয়া জেলার। বিভিন্ন জায়গায় ভেঙে পড়েছে গাছ। জলও জমেছে।

[ শহিদদের রক্তে ভোট রাজনীতি! প্রধানমন্ত্রীর বিরুদ্ধে সরাসরি অভিযোগ মুখ্যমন্ত্রীর]

Advertisement

বসন্তের শুরুতেই রাজ্যে দুর্যোগের ঘনঘটা। সোমবার ভোররাতে কলকাতা আছড়ে পড়েছিল জোড়া কালবৈশাখী। ঝড়-বৃষ্টি চলে জেলাগুলিতেও। রাজ্যের বিভিন্ন প্রান্তে বাজ পড়ে কমপক্ষে ৬ জনের মৃত্যুর খবর মিলেছে। সোমবার রাতেও বৃষ্টি হয়েছে বাঁকুড়া, পুরুলিয়া, নদিয়া ও বীরভূমের বিস্তীর্ণ অংশে। সোমবার ভোরে কালবৈশাখীর পর থেকে মেঘলা আকাশ কলকাতায়ও। নেমেছে তাপমাত্রার পারদ। আপাতত দুর্যোগ থেকে রেহাই মিলবে না বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। শহরে ৪৫ কিমি বাতাস বইতে পারে বলে পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা।

কিন্তু, ভরা বসন্তে কেন এমন কালবৈশাখী? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে, উত্তর ভারত থেকে এ রাজ্যে প্রবেশ করতে শুরু করেছে পশ্চিমি ঝঞ্ঝা বা জোলো বাতাস। তাই বৃষ্টির সম্ভাবনা ছিলই। কিন্তু পরিস্থিতি আরও ঘোরালো করেছে তুলেছে পূবালী বাতাস। আবহবিদরা জানিয়েছেন, এ রাজ্যে যে পথে ঢুকেছে পশ্চিমী ঝঞ্ঝা, তার ঠিক উলটো পথে বইছে পূবালী বাতাস। এই দু’ধরণের বাতাসের সংঘর্ষে সোমবার ভোরে কালবৈশাখী আছড়ে পড়েছিল কলকাতা। আগামী দু’দিন দক্ষিণবঙ্গ ও পশ্চিমাঞ্চল, এমনকী উত্তরবঙ্গেও ঝড়- বৃষ্টি হতে পারে।

[ ২৪০ টাকায় সরকারি ইংরেজি মাধ্যম স্কুলে পড়বে পড়ুয়ারা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement