Advertisement
Advertisement

Breaking News

CITU

লাল ঝান্ডা হাতে মমতার প্রকল্পের প্রচার, হাওড়া স্টেশনে ‘যাত্রীসাথী’র সুবিধা বোঝাচ্ছে সিটু

এ যে উলটপুরাণ!

CITU campaigns for WB Govt project Yatri Sathi App | Sangbad Pratidin
Published by: Paramita Paul
  • Posted:August 8, 2023 12:18 pm
  • Updated:August 8, 2023 12:18 pm  

নব্যেন্দু হাজরা: সরকারি প্রকল্পের প্রচার শাসকদল করবে এ আর নতুন কী! কিন্তু এ যে উলটপুরাণ। সরকারি প্রকল্পের প্রচারে লাল ঝান্ডা হাতে হাওড়া স্টেশনে দেখা গেল সিটুর (CITU) ট‌্যাক্সি ও অ‌্যাপ ক‌্যাব ইউনিয়নের নেতাদের।

অ‌্যাপের সাহায্যে হলুদ ট‌্যাক্সি বুকিংয়ের জন‌্য ‘যাত্রীসাথী অ‌্যাপ’ চালু করেছে রাজ‌্য সরকার। ইতিমধ্যেই প্রায় হাজার পঞ্চাশেক যাত্রী এই অ‌্যাপ ডাউনলোড করেছে। কিন্তু অভিযোগ, সবসময় ট‌্যাক্সি মিলছে না অ‌্যাপে। কারণ মোটে হাজার দশেক চালক অ্য়াপটি মোবাইলে ডাউনলোড করেছেন। তাই এই অ‌্যাপ যাতে আরও বেশি সংখ‌্যক চালক মোবাইলে লোড করেন, তা বোঝাতেই এদিন হাওড়ায় প্রচারে দেখা গেল কমরেডদের। সংগঠনের নেতারা জানান, সরকারের সব প্রকল্প তো আর খারাপ নয়। যাত্রী এবং চালক উভয়ের স্বার্থেই এই অ‌্যাপ চালু করা হয়েছে। ওলা-উবের সবাইকে শোষণ করেছে। তাই বেসরকারি সংস্থার অ‌্যাপ বন্ধ করে সরকারি অ‌্যাপ নেওয়ার কথা চালকদের বলা হচ্ছে। এতে যাত্রীদেরও সুবিধা। কোনও সারচার্জ নেই। যেহেতু বেশিরভাগ চালক এবং যাত্রী অ‌্যাপটি নিয়ে ওয়াকিবহাল নয়, তাই তাঁরা প্রচার করছেন। এই অ‌্যাপ কীভাবে কাজ করবে তা ভিডিওর মাধ‌্যমে বোঝান সিটুর লোকেরা।

Advertisement

[আরও পড়ুন: বাদল অধিবেশন থেকে সাসপেন্ড তৃণমূল সাংসদ ডেরেক, তুমুল তর্কাতর্কি উপরাষ্ট্রপতির সঙ্গে]

রাজ‌্য সরকারের তরফে অ‌্যাপের সাহায্যে হলুদ ট‌্যাক্সি বুকিং পরিষেবা চালু করা হয়েছে। নাম রাখা হয়েছে যাত্রীসাথী অ‌্যাপ। পরীক্ষামূলকভাবে হাওড়া, শিয়ালদহ, এয়ারপোর্টে প্রথমে এই পরিষেবা চালু হয়। বন্ধ হয়ে যায় সেখানকার প্রিপেড কাউন্টার। কিন্তু এই অ‌্যাপের প্রচার সেভাবে না থাকায় অনেকেই তা জানেন না। অ‌্যাপে গাড়ি বুক করতে গিয়েও বহু সময় যাত্রীরা তা পাচ্ছেন না। ফলে দুর্ভোগে পড়ছেন তাঁরা। কারণ বহু চালকই না জানার কারণে এই অ‌্যাপ তাঁরা ফোনে ডাউনলোড করেননি। সেই প্রচারেই পথে নেমেছেন সিটুর ট‌্যাক্সিচালকরা।

পরে তাঁরা জানান, “যাত্রী সাথী নিয়ে সব ড্রাইভারদের বুঝিয়েছি। বহু যাত্রীকেও বোঝালাম। আমরা জানিয়েছি, এই অ‌্যাপে সারচার্জ লাগবে না। আমরা ভিডিওর মাধ‌্যমে প্রচার করেছি। বেশি আগ্রহ যাত্রীদের মধ্যে। সরকারি অ‌্যাপে আমরাও নিশ্চিন্ত। কিন্তু বিরোধী হয়েও সরকারের প্রচার!” তাঁদের কথায়, “আসলে রাজনীতি তো আছে থাকবেই। কিন্তু যেখানে চালকদের স্বার্থ দেখা হবে, সেটাকে তো সমর্থন করতেই হবে। আমরা কর্পোরেটের বিরুদ্ধে। সরকারকে আবেদন করছি এই অ‌্যাপের আরও প্রচার করে ঠিক করতে।” সিটু পরিচালিত ট‌্যাক্সি ও অ‌্যাপ ক‌্যাব সংগঠনের সাধারণ সম্পাদক মহম্মদ মনু বলেন, ‘‘ওলা-উবের চালক, যাত্রী সকলকে শোষণ করেছে। তার বদলে সরকার এই যাত্রীসাথী অ‌্যাপ এনেছে। খুব ভাল উদ্যোগ। তাই আমরা এর প্রচার করছি।’’

[আরও পড়ুন: রাজ্যসভায় দিল্লি ‘দখলে’র লড়াই, বিতর্কিত বিলেই শক্তিপরীক্ষা ‘ইন্ডিয়া’ জোটের]

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement