Advertisement
Advertisement
CISF in R G Kar

আর জি করের পাহারায় আধাসেনা, কোথায় কত বাহিনী?

সুপ্রিম কোর্টের নির্দেশে মোতায়েন আধাসেনা।

CISF takes over security charges in R G Kar

আর জি করে সিআইএসএফ। ছবি: অরিজিৎ সাহা।

Published by: Paramita Paul
  • Posted:August 22, 2024 2:10 pm
  • Updated:August 22, 2024 3:56 pm

ক্ষীরোদ ভট্টাচার্য: সুপ্রিম কোর্টের নির্দেশে আর জি কর মেডিক্যাল কলেজ হাসপাতালের নিরাপত্তার দায়িত্ব নিল আধাসেনা। বৃহস্পতিবার দুপুরে হাসপাতালে প্রবেশ করে সিআইএসএফ বাহিনী। হাসপাতাল চত্বর ও হোস্টেল তাদের মোতায়েন প্রক্রিয়া চলছে। মোট ১৮৫ জন থাকবে পাহারায়। কোথায় কত দফা বাহিনী মোতায়েন করা হচ্ছে?

ক্যাম্পাসের কে বি বয়েজ এবং মেন বয়েজ হোস্টেলে তিন শিফটে ২ জন করে মোট ১২ জন জওয়ানকে মোতায়েন করা হচ্ছে। লেডিজ কমন রুম হোস্টেল, ভেরি নিউ লেডিজ হোস্টেল, ইন্টার্ন হোস্টেল, ওল্ড হাউস স্টাফ অ্যান্ড পিজি হোস্টেল, ডরমেটরি-সহ এসজিপিজি হোস্টেল, রাত্রিনিবাস হোস্টেল এবং ওল্ড অ্যান্ড নিউ নার্সিংয় হোস্টেলের মতো মোট ৭ হোস্টেলেও তিন শিফটে ২ জন করে মোট ৪২ জনকে মোতায়েন করা হচ্ছে। শুধু হোস্টেল নয়, হাসপাতালের একাধিক বিল্ডিং ও মেন গেটেও আধাসেনা মোতায়েন করা হচ্ছে।

Advertisement

[আরও পড়ুন: ‘কাকে বাঁচাতে চাইছেন সন্দীপ? অভিসন্ধি কী?’, প্রশ্ন সুপ্রিম কোর্টের]

জরুরি বিভাগের বি সি রয় বিল্ডিংয়ে প্রতি শিফটে চারজন করে জওয়ান থাকবেন। স্ত্রী রোগ ও প্রসূতি বিভাগে থাকবেন ২ জন (প্রতি শিফটে) জওয়ান। ওই বিভাগের এসএনসিইউ-র সামনে ২ জন করে জওয়ান মোতায়েন থাকবে। ট্রমা বিল্ডিংয়ে প্রতি শিফটে ৪ জন। প্রশাসনিক ভবন কার্ডিওলজি এবং সার্জিক্যাল বিভাগে ৬ জন করে জওয়ান থাকবেন। হৃদরোগ বিভাগে ২ জন জওয়ান থাকবেন। নার্সিং বিভাগ, স্টোর বিভাগ, অ্যাকাডেমি বিল্ডিং ও গেস্ট হাউসে একজন করে জওয়ান মোতায়েন থাকবে। 

এছাড়া আউটডোরে ১০ জন, আউটডোরের মেন গেটে ১০ জন, গেট নম্বর ছয়ে তিনটি শিফটে ২ জন করে মোট ৬ জন আধাসেনা থাকবে। এর পাশাপাশি কন্ট্রোল রুমে মোট তিনটি শিফটে তিনজন করে এবং কুইক রেসপন্স টিমে ৬ জন সদস্য থাকছে। 

[আরও পড়ুন: হাসিনার কূটনৈতিক পাসপোর্ট বাতিল, মুজিবকন্যাকে চাপে ফেলে অ্যাকশান অন্তর্বর্তী সরকারের

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement