Advertisement
Advertisement

সিপিএম নেতা গৌতম দেবকে ডেকে পাঠাচ্ছে সিআইডি

তাঁর বিরুদ্ধে কী অভিযোগ জানেন?

CID may summon CPM leader Gautam Deb for hurling 'abuse' at Mamata Banerjee
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 9, 2017 9:06 am
  • Updated:August 9, 2017 10:05 am

কৃষ্ণকুমার দাস: ফের বিপাকে বামেরা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও সিপিএম নেতা গৌতম দেবকে তলব করতে চলেছে সিআইডি। ভবানী ভবনে তাঁকে ডেকে পাঠানো হবে দ্রুতই। সেই মতো তাঁকে নোটিস পাঠাতে চলেছে সিআইডি। আগামী সপ্তাহেই তাঁকে ভবানী ভবনে ডেকে পাঠানো হতে পারে।

কিন্তু কেন তাঁকে তলব করছে সিআইডি? সূত্রের খবর, রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অশ্লীল মন্তব্য ও অসংসদীয় ভাষা ব্যবহারের অভিযোগে সিপিএম নেতা গৌতম দেবের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের হয়। উত্তরপাড়া থানায় তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করেন এক মহিলা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। পরে পুলিশের কাছ থেকে ওই মামলার ভার নেয় সিআইডি।

Advertisement

সূত্রের খবর, মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে অশালীন ভাষা ব্যবহারের অভিযোগে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে সিআইডি। তদন্তের স্বার্থেই রাজ্যের প্রাক্তন মন্ত্রী গৌতম দেবকে ভবানী ভবনে ডেকে পাঠাচ্ছেন সিআইডির কর্তারা। দ্রুতই গৌতমদেবকে নোটিস পাঠানো হবে। তবে বিষয়টি নিয়ে একেবারেই চুপচাপ রয়েছেন গৌতম দেব। এই নিয়ে প্রকাশ্যে মুখ খোলেননি তিনি। সিআইডি ডেকে পাঠালে পরবর্তী সময়ে কী করবেন, সম্ভবত সেই বিষয়টি নিয়েই ভাবনাচিন্তা শুরু করেছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী।

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement