Advertisement
Advertisement
CID

ফের বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে তলব CID’র, ফোন জমা দেওয়ার নির্দেশ

২২ ডিসেম্বর তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

CID again summoned husband of Calcutta High Court justice Amrita Sinha | Sangbad Pratidin
Published by: Tiyasha Sarkar
  • Posted:December 17, 2023 9:12 pm
  • Updated:December 17, 2023 9:12 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বিচারপতি অমৃতা সিনহার স্বামী প্রতাপচন্দ্র দে-কে তলব করল সিআইডি। আগামী ২২ ডিসেম্বর তাঁকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এখানেই শেষ নয়, আগামী সোমবার তাঁকে ফোন জমা দিতেও বলা হয়েছে বলে খবর।

সম্প্রতি ষাটোর্ধ্ব এক বিধবা এবং তাঁর মেয়ে অভিযোগ করেন, আইনত পৈতৃক সম্পত্তি পেলেও তাঁর দাদার পরিবার তা থেকে তাঁকে উচ্ছেদ করার চেষ্টা করছে। তাঁর আরও অভিযোগ, মারধরও করা হয় তাঁকে। যার প্রমাণ রয়েছে সিসিটিভি ফুটেজে। তিনি আত্মীয়দের বিরুদ্ধে ফৌজদারি মামলা দায়ের করেন। তাঁর আত্মীয়দের হয়ে মামলা লড়ছিলেন বিচারপতির স্বামী। বৃদ্ধার দাবি, স্ত্রীর পদমর্যাদা কাজে লাগিয়ে তদন্তে প্রভাব খাটানোর চেষ্টা করেন আইনজীবী। বৃদ্ধার আরও অভিযোগ, বিচারপতির দপ্তরে ডেকে পাঠানো হয় তদন্তকারীকে। তাঁকে রীতিমতো ধমক দেওয়া হয় বলেও অভিযোগ বৃদ্ধার। এই অভিযোগের তদন্ত এবং নিজের পরিবারের নিরাপত্তা চেয়ে ওই বৃদ্ধা হাই কোর্টের দ্বারস্থ হন।

Advertisement

[আরও পড়ুন: পার্শ্বশিক্ষকদের জন্য সুখবর, উচ্চপ্রাথমিক স্কুলে রাজ্যের সংরক্ষণের সিদ্ধান্তে মান্যতা হাই কোর্টের]

অভিযোগকারিণী সুপ্রিম কোর্টের দ্বারস্থও হন। সিআইডি তদন্তের নির্দেশ দেয় আদালত। পরে অবশ্য এই মামলায় বাড়তি পদক্ষেপ করা যাবে না বলেই জানায় সুপ্রিম কোর্ট। ডিসেম্বরের শুরুতে আদালত জানিয়ে দেয়, অভিযোগের নিষ্পত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ করা যাবে। এর পরই পদক্ষেপ নেয় সিআইডি। ভবানীভবনে বিচারপতির স্বামীকে তলব করা হয়। শনিবার বেলা ১১টায় ভবানীভবনে হাজিরা দেন তিনি। ঘণ্টাদুয়েক জিজ্ঞাসাবাদও করা হয় তাঁকে। এবার ফের তলব করা হল তাঁকে। 

[আরও পড়ুন: খাস কলকাতায় দাউদাউ করে জ্বলছে বাড়ি, ভিতরে বেশ কয়েকজন আটকে থাকার আশঙ্কা]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement