অর্ণব আইচ: শহরের সেতু মেরামতির দিকে বিশেষ নজর। এবার চিৎপুর ব্রিজের ভারবহন ক্ষমতা পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর তার ফলে আগামী ১০ জুন থেকে বন্ধ থাকবে চিৎপুর ব্রিজ (Chitpur Bridge)। তিনদিন ঘুরপথে করবে যান চলাচল। একনজরে দেখে নেওয়া যাক এই তিনদিন কোনপথে চলবে যানচলাচল।
করোনা মোকাবিলায় রাজ্যে কড়া বিধিনিষেধ জারি রয়েছে। তাই রাস্তায় যানবাহনের সংখ্যা তুলনায় অনেকটাই কম। সেক্ষেত্রে যানজটের আশঙ্কা কিছুটা কম বলেই মনে করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.