প্রতীকী ছবি
অর্ণব আইচ: ১২৯ কোটির দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার চিটফান্ডের কিংপিন। বৃহস্পতিবারই তাকে আদালতে তোলা হয়। অভিযোগ, ২০০৪-০৫ থেকে ২০১৫-১৬ সময়কালে লক্ষাধিক বিনিয়োগকারীর টাকা হাতিয়েছিলেন তিনি। আর সেই কিংপিনকেই এবার গ্রেপ্তার করল সিরিয়াস ফ্রড ইনভেস্টিগেশন অফিস বা এসএফআইও।
অমৃত প্রোজেক্টস লিমিটেড, অমৃত প্রোজেক্টস (এনই) লিমিটেড এবং অমৃতবাজার পরিষেবা লিমিটেড। অভিযোগ, এমনই তিন সংস্থা চালাতেন অভিযুক্ত কৈলাসচাঁদ দুজারি। তিনিই এই দুর্নীতির মূল হোতা। বছরের পর বছর প্রচুর লাভের টোপ দিয়ে মানুষের থেকে টাকা হাতিয়েছেন তিনি। এদিন অভিযুক্তকে আদালতে তোলা হলে তাঁকে হেফাজতে নিয়ে জেরা করতে চান তদন্তকারীরা। তাঁদের দাবি, জিজ্ঞাসাবাদের মাধ্যমে এই জালিয়াতির সঙ্গে জড়িত অন্যদের সন্ধান মিলতে পারে। এদিকে কৈলাসচাঁদের আইনজীবীর দাবি ছিল, তাঁর মক্কেল অসুস্থ। তাই তাঁকে যেন হেফাজতে না নেওয়া হয়। কিন্তু শেষপর্যন্ত আদালত অভিযুক্ততে ৪ জানুয়ারি পর্যন্ত এসএফআইও হেফাজতে রাখার অনুমতি দেয়।
প্রসঙ্গত, গত বুধবার ৫৩৬ কোটির দুর্নীতি মামলায় গ্রেপ্তার হয়েছিল আরেক চিটফান্ডের কিংপিন অপূর্ব কুমার সাহা। অভিযোগ, টাকা দ্বিগুণের প্রতিশ্রুতি দিয়ে ৫ লক্ষ মানুষের টাকা হাতিয়েছিলেন তিনি। ২০১৪ সাল থেকে এই মামলার তদন্ত শুরু করে সিবিআই। সেই সময় জমি বিক্রি করে বিনিয়োগকারীদের কিছু টাকা ফেরত দেওয়া হয়েছিল। কিন্তু ব্যাঙ্ক লেনদেনের কাগজ দেখাতে অভিযুক্ত ব্যর্থ হওয়ায় তদন্ত যায় এসএফআইও-র হাতে। অভিযোগের ভিত্তিতে অপূর্বকে গ্রেপ্তার করে তদন্তকারী সংস্থা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.