Advertisement
Advertisement

Breaking News

India-China

ভারত-চিন কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছরে বিশ্বভারতীতে বিশেষ সেমিনার, ফের চালু হবে বিমান?

কী জানালেন কলকাতার চিনা দূতাবাসের কনসাল জেনারেল?

Chinese scholars to attend special seminar at Visva-Bharati on 75 years of India-China diplomatic relations
Published by: Tiyasha Sarkar
  • Posted:March 26, 2025 9:59 pm
  • Updated:March 26, 2025 9:59 pm  

অর্ণব আইচ: একশো বছর আগে চিন যাত্রা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। আবার এই বছরেই ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্ণ হচ্ছে। এই উপলক্ষ্যে চিন থেকে বিশ্বভারতীতে সেমিনারে যোগ দিতে আসছেন ২০ জন চিনের পণ্ডিত। তাঁরা চিনের বিভিন্ন বিশ্ববিদ‌্যালয়ের অধ‌্যাপক। কলকাতার চিনা দূতাবাসের কনসাল জেনারেল সু ওয়েই জানান, দুই দেশের সম্পর্কের উন্নতির জন‌্য কলকাতার চিন দূতাবাস বিভিন্নভাবে কাজ করে চলেছে। দু’দেশের মধ্যে বিমান পরিষেবা চালু নিয়ে আলোচনা চলছে বলেও খবর। 

রবীন্দ্রনাথ ঠাকুরের চিনযাত্রার একশো বছর উপলক্ষ্যে গত বছরও শান্তিনিকেতনের চিনা ভবনে চিন দূতবাস ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে অনুষ্ঠান আয়োজিত হয়েছিল। এই মাসের শেষেই কলকাতায় আসছেন ২০ জন চিনা পণ্ডিত। ভারত ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে এই মাসের শেষেই শহরে একটি অনুষ্ঠানের আয়োজন করেছে কলকাতার দূতাবাস। এর পর ১ এপ্রিল থেকে শান্তিনিকেতনে চিন দূতবাস ও বিশ্বভারতীর যৌথ উদ্যোগে আয়োজিত দু’দিনব‌্যাপী সেমিনারে যোগ দেবেন চিনা পণ্ডিতরা। রবীন্দ্রনাথের চিন যাত্রার একশো বছর পূর্তি ছাড়াও আন্তর্জাতিক তথা ভারত-চিন সম্পর্কের বেশ কিছু বিষয় নিয়েও আলোচনা হবে। দু’দেশের সম্পর্কের অঙ্গ হিসাবেই এই বছরের মাঝামাঝি কলকাতার আটজন অভিনেতা-অভিনেত্রীকে নিয়ে চিন যাত্রা করবে কলকাতার চিন দূতাবাস। এর পর দ্বিতীয় দফায় নিয়ে যাওয়া হবে নৃত‌্যশিল্পীদেরও।
জানা গিয়েছে, বেজিং, সাংহাই ও ইউনানে নিয়ে যাওয়া হবে তাঁদের।

Advertisement

সু ওয়েই জানান, দু’দেশের মধ্যে ফের বিমান চালু করার ব‌্যাপারে আলোচনা চলছে। গত বছর ২ লক্ষ ৮০ হাজার ভারতীয়কে চিনা ভিসা দেওয়া হয়েছে। এর মধ্যে ৮০ শতাংশই ব‌্যবসার ভিসা। গত বছর চিন ও ভারতের মধ্যে প্রায় ১৩৮.৫ বিলিয়ন মার্কিনি ডলারের ব‌্যবসা হয়েছে, যা তার আগের বছরের থেকেও বেশি। চিন ও ভারত দুই বৃহত্তম প্রতিবেশী। দু’জনের এমন অংশীদার হওয়া উচিৎ, যেন একে অন্যের সাফল্যে অবদান থাকে।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement