Advertisement
Advertisement
Child's hand stuck in escalator

শপিং মলের চলন্ত সিঁড়িতে আটকে গেল শিশুর হাত! হাওড়ায় তীব্র চাঞ্চল্য

শিশুটিকে উদ্ধার করতে সময় লাগে প্রায় দেড় ঘন্টা।

Child's hand stuck in escalator in Howrah's shopping mall । Sangbad Pratidin
Published by: Sayani Sen
  • Posted:July 12, 2023 10:11 pm
  • Updated:July 12, 2023 10:18 pm

অরিজিৎ গুপ্ত, হাওড়া: খেলতে খেলতে মলের চলন্ত সিঁড়ির ফাঁকে আটকে গেল ৩ বছরের এক শিশুর হাত। হাওড়ার অভিজাত শপিং মলে তীব্র চাঞ্চল্য প্রায় দেড় ঘন্টা শিশুটির হাত ওই অবস্থায় আটকে রইল।  অবশেষে শিবপুর কাজিপাড়ার ওই মল কর্তৃপক্ষ, দমকল ও পুলিশের তৎপরতায় শিশুটিকে উদ্ধার করা হয়। 

মহম্মদ শাহিদ (৩) নামে ওই শিশুটি শিবপুর ট্রামডিপো এলাকার চওড়া বস্তির বাসিন্দা। বুধবার সন্ধেয় পরিবারের সদস্যদের সঙ্গে  কাজিপাড়ার ওই মলে বেড়াতে যায় শিশুটি। মলের একতলায় চলন্ত সিঁড়ির কাছে খেলা করছিল সে। পরিবারের সদস্যদের নজর এড়িয়ে চলন্ত সিঁড়ির ফাঁকে শিশুটির হাত আটকে যায়। ঘটনাটি দেখে মলে আসা অনেকেই আতঙ্কিত হয়ে পড়েন। চিৎকার চেঁচামেচি শুরু হয়ে যায়। আতঙ্কে কাঁদতে থাকে শিশুটি।

Advertisement

Shopping Mall

[আরও পড়ুন: দক্ষিণে এবার রজনীকান্তের মুখে ‘লাল সেলাম’! থালাইভার বড় চমক]

বিষয়টি নজরে আসে মলের নিরাপত্তারক্ষীদেরও। চলন্ত সিঁড়িটি বন্ধ করে দেওয়া হয়। অনেকেই শিশুটিকে উদ্ধার করার চেষ্টা করেন। তাকে উদ্ধার করতে না পেরে অবশেষে দমকল ও শিবপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়। দমকল, পুলিশ ও মল কর্তৃপক্ষের চেষ্টায় শিশুটিকে উদ্ধার করা হয়। প্রায় দেড় ঘন্টা ধরে চলন্ত সিঁড়ির সমস্ত যন্ত্রাংশ খুলে শিশুটিকে উদ্ধার করা হয়। পুলিশই শিশুটিকে উদ্ধার করে কলকাতার বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। শিশুটির পরিবারের সদস্যরাও আতঙ্কিত হয়ে পড়েন। 

[আরও পড়ুন: পঞ্চায়েত ভোট হিংসায় নিহতদের পরিবারপিছু আর্থিক সাহায্য ঘোষণা মমতার]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement