Advertisement
Advertisement

Breaking News

Cancer

মারণ অসুখকে হারিয়ে মঞ্চে ‘শাইনিং টুগেদার’, নাচে মৃত্যুঞ্জয়ী কর্কট আক্রান্ত দুই খুদে

সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেওয়া ৪০ জন খুদের কেউ কেউ বিশেষভাবে সক্ষম, তবে হারায়নি জীবনের ছন্দ।

Children suffering from rare blood cancer show marvellous performance at Madhusudan Mancha, Dhakuria

ছবি: পিণ্টু প্রধান।

Published by: Sucheta Sengupta
  • Posted:February 28, 2025 11:08 pm
  • Updated:February 28, 2025 11:08 pm  

অভিরূপ দাস: দুজনেই আক্রান্ত রক্তের দুরারোগ্য অসুখে। জীবনীশক্তির খামতি হয়নি তাতে। শুক্রবার সন্ধ্যেয় ঢাকুরিয়ার মধুসূদন মঞ্চে সাবলীল-স্বতঃস্ফূর্ত পিউ জানা, সৌরিক ভট্টাচার্য। পিউয়ের বাড়ি হাওড়ায়, সৌরিক উত্তরবঙ্গের বাসিন্দা। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথের ক্যানসার উইংয়ের প্রধান ডাক্তার দীপশিখা মাইতি জানিয়েছেন, আটমাস ধরে চিকিৎসা চলছে সৌরিকের। পিউয়ের চিকিৎসা চলছে একবছর ধরে। দুজনেই রক্তের ক্যানসার – লিউকেমিয়ায় আক্রান্ত। মোটামোটি আড়াই বছর ধরে চিকিৎসা চলবে দুজনের। যেতে হবে একাধিক কেমোর মধ্য দিয়ে। এত অল্প বয়সে দুরারোগ্য ব্যধি, কড়া কড়া ওষুধ। তবু শুক্রবার সাঁঝবেলায় দুই খুদের মুখ দেখলে তা বোঝার উপায় ছিল না। মৃত্যুঞ্জয়ী এক খুদে লোকগীতির সঙ্গে নাচ করল। অন্যজন মঞ্চ মাতাল আবৃত্তির সুরে।

Advertisement
ক্যানসার আক্রান্ত খুদে পিউ ও সৌরিক। ছবি: পিণ্টু প্রধান।

শুক্রবার দক্ষিণ কলকাতার মধুসূদন মঞ্চে উদযাপিত হল বিশ্ব বিরল রোগ দিবস। গত ১৫ ফেব্রুয়ারি ছিল চাইল্ডহুড ক্যানসার ডে। দুটি বিষয় মাথায় রেখেই মৃণালিনী ক্যানসার রিসার্চ সেন্টার আর নিবেদিতা স্কুল ফর স্পেশাল চিলড্রেন আয়োজিত এই অনুষ্ঠান ‘শাইনিং টুগেদার’। তার মূল বার্তা, অসুখে যেন নষ্ট না হয় স্বাভাবিক জীবন ছন্দ।ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে ক্যানসার আক্রান্ত দুই খুদেকে সাংস্কৃতিক প্রশিক্ষণ দিয়েছেন ঐন্দ্রিলা বন্দ্যোপাধ্যায়। তিনি জানিয়েছেন, দীর্ঘ চিকিৎসার মধ্যে দিয়ে যেতে হয় ক্যানসারের মতো বিরল রোগে আক্রান্ত শিশুদের। তাদের জন্য ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে রয়েছে প্লে রুম, খুদে লাইব্রেরি ঘর।

অসুস্থতা ভুলে জীবনের ছন্দে মাতোয়ারা এঁরা। ছবি: পিণ্টু প্রধান।

এদিনের সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিয়েছিল চল্লিশ জন শিশু। কেউ বিশেষভাবে সক্ষম, কেউ কর্কটরোগে আক্রান্ত। অনুষ্ঠানে মুখ্য অতিথি হিসেবে হাজির ছিলেন মেয়র ফিরহাদ হাকিম, দক্ষিণ কলকাতার সাংসদ মালা রায়, বিধায়ক-মেয়র পারিষদ দেবাশিস কুমার, আমন্ত্রিত ছিলেন ‘সংবাদ প্রতিদিন’ গোষ্ঠীর চেয়ারম্যান টুটু বোস। তাঁর পাঠানো প্রতিনিধিকে সম্মানিত করা হয় অনুষ্ঠানে।

মধুসূদন মঞ্চে বিশেষভাবে সক্ষম খুদেদের দারুণ পারফরম্যান্স। ছবি: পিণ্টু প্রধান।

শিশুদের ক্যানসার বাড়ছে ক্রমশ। ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথে প্রতি মাসে দুশো থেকে আড়াইশো শিশু ভর্তি হয় ক্যানসার নিয়ে। এই চিকিৎসায় খরচ বিপুল। দুস্থ পরিবারের ভরসা পার্কসার্কাসের এই চ্যারিটেবল হাসপাতাল। আইসিএইচ-এর এক্সিকিউটিভ ডিরেক্টর ডাক্তার অপূর্ব ঘোষ জানিয়েছেন, ২০২৭ সালে হাসপাতালের ৭৫ বছর পূর্তি। সেই বছর দশতলা নতুন ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ আত্মপ্রকাশ করবে। সেখানে ক্যানসার আক্রান্ত শিশুদের জন্য আরও বেডের বন্দোবস্ত থাকবে।

ইতিমধ্যেই এই বিল্ডিংয়ের জন্য নিজের সাংসদ তহবিল থেকে ৫০ লক্ষ টাকা দিয়েছেন মালা রায়। এদিনের অনুষ্ঠানেই তিনি কথা দিয়ে গিয়েছেন, “নতুন অর্থবর্ষে ফের সাহায্যের হাত বাড়িয়ে দেব। দূরারোগ্য অসুখে আক্রান্ত শিশুদের জন্য পরিশ্রম করছে ইন্সটিটিউট অফ চাইল্ড হেলথ। তাদের পাশে দাঁড়াতে পেরে আমি খুশি।” এদিনের অনুষ্ঠানে শিশুদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ফিরহাদ কন্যা প্রিয়দর্শিনী হাকিম, আইসিএইচ এর অধ্যক্ষ ডাক্তার জয়দেব রায়, চিফ অপারেশনাল অফিসার দেবপ্রসাদ সরকার।

অনুষ্ঠানের উদ্বোধন করেন সাংসদ মালা রায়। ছবি: পিণ্টু প্রধান।

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement