Advertisement
Advertisement

Breaking News

নোনাডাঙা

সরকারি কাজ চলাকালীন দেওয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু, রণক্ষেত্র নোনাডাঙা

মৃতদেহ আটকে বিক্ষোভ দেখান উত্তেজিত জনতা৷

Child dies after wall collapses during illegal building demolition
Published by: Sayani Sen
  • Posted:June 26, 2019 2:16 pm
  • Updated:June 26, 2019 2:16 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সরকারি কাজ চলাকালীন দেওয়াল চাপা পড়ে শিশুমৃত্যুকে কেন্দ্র করে রণক্ষেত্র নোনাডাঙা৷ পরিস্থিতি সামাল দিতে পুলিশের বিরুদ্ধে লাঠিচার্জের অভিযোগে সরব স্থানীয়রা৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে আনন্দপুর থানার পুলিশ৷ বিক্ষুব্ধ জনতাকে সামাল দিতে লাঠি উঁচিয়ে ধেয়ে গেলেও, লাঠিচার্জ করা হয়নি বলেই পালটা দাবি তাঁদের৷

[ আরও পড়ুন: বাসকিউল সেতুতে ফের যান্ত্রিক ত্রুটি, তীব্র যানজট খিদিরপুর চত্বরে]

বুধবার সকাল ১১টা থেকে নোনাডাঙায় অবৈধ জমিতে তৈরি বাড়ি ভাঙার কাজ চলছিল৷ ঠিক ওই জায়গাতেই দুটি শিশু খেলা করছিল৷ জেসিবির শব্দ পেয়ে একটি শিশু খেলা ছেড়ে ঘটনাস্থল থেকে চলে যায়৷ অপর একটি শিশু পালানোর সুযোগ পাওয়ার আগেই বাড়ির দেওয়াল ভেঙে পড়ে৷ দেওয়াল চাপা পড়ে ঘটনাস্থলে মারা যায় শিশুটি৷ এরপর স্থানীয় বাসিন্দারা উত্তেজিত হয়ে পড়েন৷ বিক্ষোভ দেখাতে শুরু করেন সকলেই৷ জেসিবি মেশিন ভাঙচুর করতে থাকেন বিক্ষোভকারীরা৷ মৃতদেহ ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন তাঁরা৷ মুহূর্তের মধ্যেই আনন্দপুর থানায় খবর পৌঁছায়৷ পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ৷ তবে বিক্ষোভকারীরা আচমকাই মারমুখী হয়ে যায়৷ পুলিশের দিকে তেড়ে যায় তারা৷ তাতেই বাধা দেয় পুলিশ৷ অভিযোগ, উত্তেজিত জনতাকে সামাল দিতে লাঠিচার্জও করে৷

Advertisement

[ আরও পড়ুন: রাস্তা আটকে নমাজ, প্রতিবাদে কলকাতার পথে হনুমান চালিশা পাঠ বিজেপির]

আধিকারিকদের দাবি, বিক্ষোভ সামাল দিতে ঘটনাস্থলে বিশাল পুলিশবাহিনী ছিল ঠিকই৷ তবে উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে মোটেও লাঠিচার্জ করা হয়নি৷ জেসিবি মেশিনের চালককে গ্রেপ্তারির দাবিতে সরব স্থানীয়রা৷ তবে ঘটনার পর থেকে পলাতক জেসিবি মেশিনের চালক৷ তার সন্ধান করে গ্রেপ্তারির আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা৷ আপাতত শিশুর দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে৷ তবে ঘটনার পরিস্থিতি এখনও থমথমে৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement