Advertisement
Advertisement

কোল্ড ড্রিংকসের ফ্রিজ থেকে বিদ্যুৎপৃষ্ট হয়ে শিশুর মৃত্যু, অভিযুক্ত দোকানদার

চাপা উত্তেজনা এলাকায়৷

Child death in Kalighat

ছবি: প্রতীকী

Published by: Tanujit Das
  • Posted:August 27, 2018 9:05 pm
  • Updated:August 27, 2018 9:05 pm  

অর্ণব আইচ: কোল্ড ড্রিংকসে দোকানের ফ্রিজের সঙ্গে বিদ্যুৎপৃষ্ট হয়ে এক শিশুর মৃত্যু৷ আর এই ঘটনাকে ঘিরে উত্তেজনা ছড়াল কালীঘাটের সদানন্দ রোড এলাকায়৷ মৃত শিশুর নাম বর্ধন শর্মা৷ বয়স এক বছর ন’মাস৷ এই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে ওই কোল্ড ড্রিংকসের দোকানের মালিকের বিরুদ্ধে৷

[অটলের স্মরণসভায় মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ, মমতার কালীঘাটের বাড়িতে বিজেপি]

Advertisement

জানা গিয়েছে, সদানন্দ রোডে রাস্তার উপরেই রয়েছে এই দোকানটি৷ যার মালিক নিখিলেশ শর্মা৷ সোমবার সকালে খেলতে খেলতে রাস্তায় বেরিয়ে আসে এক বছর ন’মাসের বর্ধন৷ এরপর খেলার ছলেই সে খামচে ধরে কোল্ড ড্রিংকসের ফ্রিজটি৷ তখনই বিদ্যুৎপৃষ্ট হয়৷ তাকে কোনওক্রমে ফ্রিজ থেকে ছাড়িয়ে, নিয়ে যাওয়া হয় হাসপাতালে৷ সেখানেই তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা৷

[বিজেপির বিরুদ্ধে মন্তব্য, রাহুল-দিলীপের আক্রমণের শিকার অমর্ত্য সেন]

এরপরেই ঘটনা অন্যদিকে মোড় নেয়৷ সূত্রের খবর, দোকানদার নিখিলেশ শর্মার সঙ্গে বাদানুবাদে জড়িয়ে পড়েন মৃত শিশুটির বাবা সুশীল শর্মা৷ পরিস্থিতি গরম হয়ে উঠলে অন্যান্য এলাকাবাসীরা এসে তা সামাল দেন৷ শিশুটির পরিবার সূত্রে খবর, এর আগেও এমন ঘটনা ঘটেছে৷ ওই ফ্রিজ থেকে আগেও বিদ্যুতের শক খেয়েছে মৃত শিশুটি৷ তখনই অভিযুক্ত নিখিলেশ শর্মাকে বলা হয় ফ্রিজটি রাস্তার পাশ থেকে সরিয়ে নিতে৷ কিন্তু কোনও লাভ হয়নি৷ ওই স্থানেই ফ্রিজটিকে রেখে দেন তিনি৷ যার চরম পরিণতি হল শুক্রবার৷ ঘটনায় পুলিশি অভিযোগ দায়ের সম্ভবনা থাকলেও, তা এখনও হয়নি বলে সূত্রের খবর৷

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement