Advertisement
Advertisement

ঘর নোংরা করার ‘অপরাধ’, কাকার মারে মৃত্যু শিশুর

অভিযুক্ত ‘কাকা’র সন্ধান চলছে৷

Child created mess at room, killed by uncle
Published by: Sangbad Pratidin Digital
  • Posted:August 30, 2016 11:01 am
  • Updated:August 30, 2016 2:29 pm  

স্টাফ রিপোর্টার: কাকার পদাঘাতে মৃত্যু হল পাঁচ বছর বয়সের এক শিশুকন্যার৷ ঘর নোংরা করে ফেলেছিল, এটাই তার ‘অপরাধ’৷ তাই কাকা তার পেটে লাথি মারে৷ তার পেটে ও মাথায় আঘাত লাগে৷ তাতেই মৃত্যু হয় তার৷ পুলিশ জানিয়েছে, রবিবার রাতে তিলজলা থানা এলাকার জি জে খান রোডে এই ঘটনাটি ঘটে৷ এখানেই একটি লন্ড্রির কর্মী মহম্মদ ইজাজ তাঁর দ্বিতীয় স্ত্রী ও মেয়ে সাবরিন খাতুন (৫) কে নিয়ে থাকতেন৷ শিশুকন্যার মায়ের আগেই মৃত্যু হয়৷ তার বাবা ফের বিয়ে করেন৷ অভিযোগ, সৎ মা শিশুটিকে অবহেলা করতেন৷ কয়েকদিন ধরেই শিশুটির শরীর খারাপ ছিল৷ রবিবার সন্ধ্যায় ইজাজের বাড়িতে বেড়াতে আসে তাঁর এক ভাই৷ রাত সাড়ে দশটা নাগাদ ঘরের বাইরে বের হন ইজাজ৷ তাঁর ভাই ছিল বাড়িতে৷ এর মধ্যেই ঘর নোংরা করে ফেলে সাবরিন৷ সঙ্গে সঙ্গেই নৃশংসভাবে ওই শিশুকন্যার পেটে লাথি মারে তার কাকা৷ ছিটকে যায় সে৷ ছোট ঘরের দেওয়ালে তার মাথা লাগে৷ সে কাঁদতে থাকে৷ গভীর রাতে সে অচেতন হয়ে পড়ে৷ ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাকে মৃত বলে ঘোষণা করা হয়৷ ঘটনার পর থেকে শিশুটির কাকা পলাতক৷ ময়নাতদন্তের রিপোর্ট জানিয়েছে যে, মাথায় অভ্যন্তরীণ আঘাতের ফলেই মৃত্যু হয়েছে তার৷ পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা শুরু করেছে৷ অভিযুক্ত ‘কাকা’র সন্ধান চলছে৷

Advertisement

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement