সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্টবেলা থেকে মঞ্চ, আলো, সংলাপ এসবের সঙ্গে অভ্যস্ত৷ সেই সুবাদে বাংলা টেলি জগতের জনপ্রিয় একটি মুখ৷ শিশুশিল্পী হিসেবে পরিচালক, প্রযোজকদেরও সকলের বেশ পছন্দের৷ কিন্তু, বছর পাঁচ-ছয়ের ছেলে স্যমন্তক দ্যুতি মৈত্রর যে আরও বহু গুণ আছে, তা বোধহয় তেমন কেউ জানতেন না এতদিন৷ এবার জানবেন৷ স্যমন্তক নিজেই নিজের কাজের নমুনা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷
কেমন সে কাজ? রং, তুলি হাতে কাজে নেমে পড়া৷ না, মোটেই ভাববেন না যে ড্রয়িং খাতায় আঁকাআঁকি করছে স্যমন্তক৷ বরং ভোটের মরশুমে অনেক বড়দের টেক্কা দিয়ে ছোট্ট ছেলেটি দেওয়াল লিখনে ব্যস্ত৷ শুনে চমকালেন? কিন্তু এটাই বাস্তব৷ সন্ধের দিকে যাদবপুর এলাকায় একটু ঘুরেফিরে দেখলেই চোখে পড়ে যাবে এই দৃশ্য৷ পাশে বড় কাকুরা রঙের কৌটো হাতে দাঁড়িয়ে৷ আর তুলির নিখুঁত টানে স্যমন্তক লিখে চলেছে প্রার্থীর নাম৷ সাদা দেওয়ালে হলুদ আর লাল রং দিয়ে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যর নাম লিখেছে সে৷
এসব দেখে আবার অনেকেই চোখ কুঁচকে তাকাচ্ছেন৷ বলছেন, এত ছোট থেকেই রাজনীতিতে? স্যমন্তক অবশ্য ঘাবড়াচ্ছে না মোটেই৷ বরং সরলভাবে বলছে তার কথা৷ তার কথায়, ‘আমি এসব কিছুই বুঝি না৷ কিন্তু দেওয়ালে লেখা, আঁকা এগুলো খুব ভাল লাগে৷ পাড়াদের কাকুদের দেখি, দেওয়ালে দেওয়ালে লিখছে৷ তাই আমিও ওদের সঙ্গে হাত লাগাই৷ পড়া আর শুটিংয়ের ফাঁকে সময় পেলেই আমি এখন রেডি৷’ বোঝাই যাচ্ছে, ছেলেটি আসলে মুক্ত৷ মনপ্রাণ খুলে যা খুশি তাই করার একটা স্বাধীনতা আছে তার৷ ধারাবাহিক ‘ভানুমতীর খেল’-এ টিনটিন বা ‘নেতাজি’-র রণ – টেলিভিশনে যাঁরা স্যমন্তককে দেখেন, তাঁরা বুঝতেই পারেন, ছেলেটি বেশ ছটফটে৷ বাস্তবেও সে তেমনই৷ সঙ্গে অভিভাবকদের প্রচ্ছন্ন প্রশ্রয়৷ তাই ইচ্ছে হলেই এখন সে দেওয়াল রাঙাতে ব্যস্ত থাকছে৷ ছোট ছেলের এমন নিখুঁত তুলির টান দেখে অবাক হয়ে যাচ্ছেন সিপিএম-এর তাবড় কর্মীরাও৷
বিপ্লবসূচক লাল নিশান প্রায় মিলিয়ে গিয়েছে৷ কাস্তে-হাতুড়ি-তারা ভোঁতা হয়েছে৷ অভিজ্ঞতায় জোর দিতে গিয়ে সংগঠনে তারুণ্যের অভাব৷ এত এত দুর্বলতা নিয়েও রাজনীতির ময়দানে লড়াই জারি রেখেছেন একসময়কার দাপুটে নেতৃবৃন্দ৷ দলের কোনও কর্মসূচিতে কমবয়সী মুখ প্রায় বিরল৷ এই পরিস্থিতিতে সিপিএম-এর হয়ে দেওয়াল লিখছে শিশুশিল্পী স্যমন্তক৷ আশাবাদীরা বলবেন, শুভ ইঙ্গিত৷ দলে নবীন প্রজন্মের জন্ম হচ্ছে৷ আর নিন্দুকরা তামাশা করে বলছেন, এ দেখেও যদি শিক্ষা হয় আলিমুদ্দিনের! ছোটদের মাঠে,ময়দানে এগিয়ে দিয়ে নিজেরা নেপথ্যে থেকে গাইড করেন! বুঝতে পারছেন, কমরেড?
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
Copyright © 2025 Pratidin Prakashani Pvt. Ltd. All rights reserved.