Advertisement
Advertisement

Breaking News

শিশুশিল্পী

ভোট বাজারে ছোট-বড় একত্রে, সিপিএম প্রার্থীর নামে দেওয়াল লিখল শিশুশিল্পী

রং দেখে নয়, সাধপূরণেই তুলি ধরা স্যমন্তকের।

Child artist Samantak Dyuti Moitra's wall painting for CPM candidate
Published by: Sucheta Sengupta
  • Posted:March 25, 2019 8:33 pm
  • Updated:March 25, 2019 8:33 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছোট্টবেলা থেকে মঞ্চ, আলো, সংলাপ এসবের সঙ্গে অভ্যস্ত৷ সেই সুবাদে বাংলা টেলি জগতের জনপ্রিয় একটি মুখ৷ শিশুশিল্পী হিসেবে পরিচালক, প্রযোজকদেরও সকলের বেশ পছন্দের৷ কিন্তু, বছর পাঁচ-ছয়ের ছেলে স্যমন্তক দ্যুতি মৈত্রর যে আরও বহু গুণ আছে, তা বোধহয় তেমন কেউ জানতেন না এতদিন৷ এবার জানবেন৷ স্যমন্তক নিজেই নিজের কাজের নমুনা দিয়েছে সোশ্যাল মিডিয়ায়৷

                                 [ আরও পড়ুন : ব্রিগেডে ছাউনি দিয়ে মোদির সভার ভাবনা, সেনার অনুমতির অপেক্ষায় বিজেপি]

কেমন সে কাজ? রং, তুলি হাতে কাজে নেমে পড়া৷ না, মোটেই ভাববেন না যে ড্রয়িং খাতায় আঁকাআঁকি করছে স্যমন্তক৷ বরং ভোটের মরশুমে অনেক বড়দের টেক্কা দিয়ে ছোট্ট ছেলেটি দেওয়াল লিখনে ব্যস্ত৷ শুনে চমকালেন? কিন্তু এটাই বাস্তব৷ সন্ধের দিকে যাদবপুর এলাকায় একটু ঘুরেফিরে দেখলেই চোখে পড়ে যাবে এই দৃশ্য৷ পাশে বড় কাকুরা রঙের কৌটো হাতে দাঁড়িয়ে৷ আর তুলির নিখুঁত টানে স্যমন্তক লিখে চলেছে প্রার্থীর নাম৷ সাদা দেওয়ালে হলুদ আর লাল রং দিয়ে যাদবপুর কেন্দ্রের সিপিএম প্রার্থী বিকাশরঞ্জন ভট্টাচার্যর নাম লিখেছে সে৷

Advertisement

samantyak-paint

এসব দেখে আবার অনেকেই চোখ কুঁচকে তাকাচ্ছেন৷ বলছেন, এত ছোট থেকেই রাজনীতিতে? স্যমন্তক অবশ্য ঘাবড়াচ্ছে না মোটেই৷ বরং সরলভাবে বলছে তার কথা৷ তার কথায়, ‘আমি এসব কিছুই বুঝি না৷ কিন্তু দেওয়ালে লেখা, আঁকা এগুলো খুব ভাল লাগে৷ পাড়াদের কাকুদের দেখি, দেওয়ালে দেওয়ালে লিখছে৷ তাই আমিও  ওদের সঙ্গে হাত লাগাই৷ পড়া আর শুটিংয়ের ফাঁকে সময় পেলেই আমি এখন রেডি৷’ বোঝাই যাচ্ছে, ছেলেটি আসলে মুক্ত৷ মনপ্রাণ খুলে যা খুশি তাই করার একটা স্বাধীনতা আছে তার৷ ধারাবাহিক ‘ভানুমতীর খেল’-এ টিনটিন বা ‘নেতাজি’-র রণ –  টেলিভিশনে যাঁরা স্যমন্তককে দেখেন, তাঁরা বুঝতেই পারেন, ছেলেটি বেশ ছটফটে৷ বাস্তবেও সে তেমনই৷ সঙ্গে অভিভাবকদের প্রচ্ছন্ন প্রশ্রয়৷ তাই ইচ্ছে হলেই এখন সে দেওয়াল রাঙাতে ব্যস্ত থাকছে৷ ছোট ছেলের এমন নিখুঁত তুলির টান দেখে অবাক হয়ে যাচ্ছেন সিপিএম-এর তাবড় কর্মীরাও৷

                                                 [ আরও পড়ুন :  তৃণমূলের হয়ে প্রচার করবেন, মমতার সঙ্গে দেখা করে বললেন কমল হাসান]

বিপ্লবসূচক লাল নিশান প্রায় মিলিয়ে গিয়েছে৷ কাস্তে-হাতুড়ি-তারা ভোঁতা হয়েছে৷ অভিজ্ঞতায় জোর দিতে গিয়ে সংগঠনে তারুণ্যের অভাব৷ এত এত দুর্বলতা নিয়েও রাজনীতির ময়দানে লড়াই জারি রেখেছেন একসময়কার দাপুটে নেতৃবৃন্দ৷ দলের কোনও কর্মসূচিতে কমবয়সী মুখ প্রায় বিরল৷ এই পরিস্থিতিতে সিপিএম-এর হয়ে দেওয়াল লিখছে শিশুশিল্পী স্যমন্তক৷ আশাবাদীরা বলবেন, শুভ ইঙ্গিত৷ দলে নবীন প্রজন্মের জন্ম হচ্ছে৷ আর নিন্দুকরা তামাশা করে বলছেন, এ দেখেও যদি শিক্ষা হয় আলিমুদ্দিনের! ছোটদের মাঠে,ময়দানে এগিয়ে দিয়ে নিজেরা নেপথ্যে থেকে গাইড করেন! বুঝতে পারছেন, কমরেড?

Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement