Advertisement
Advertisement
Nabanna

কর্তব্যে গাফিলতি বরদাস্ত নয়, অসম্পূর্ণ কাজ শেষ করতে কড়া বিজ্ঞপ্তি নবান্নের

আগামী ৯ তারিখ দুপুর ১টায় নবান্নে প্রশাসনিক কাজের পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতির রিপোর্ট প্রস্তুত রাখতে বললেন মুখ্যসচিব।

Chief secretary from Nabanna issues notification reminding about the duty of easch department ahead of review meeting
Published by: Sucheta Sengupta
  • Posted:September 7, 2024 8:53 pm
  • Updated:September 7, 2024 8:57 pm

নব্যেন্দু হাজরা: সরকারি কাজে কোনও গাফিলতি বরদাস্ত নয়। তা দেখতে পেলেই কাজের নিয়ম লঙ্ঘন বলে ধরা হবে, মিলতে পারে শাস্তিও। শনিবার এই মর্মে নবান্নের তরফে কড়া বিজ্ঞপ্তি জারি করা হল। সোমবার নবান্নে গুরুত্বপূর্ণ পর্যালোচনা বৈঠক ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার আগে এই বিজ্ঞপ্তি সতর্কতামূলক বলে ধরে নেওয়া হচ্ছে। মুখ্যসচিব মনোজ পন্থের বার্তা, সমস্ত অসম্পূর্ণ সরকারি কাজ সময়ের মধ্যে শেষ করতে হবে এবং সেই সংক্রান্ত রিপোর্ট সময়মতো জমাও দিতে হবে সংশ্লিষ্ট দপ্তরগুলিকে।

শনিবারের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ২০২৪ সালের লোকসভা নির্বাচন, উপনির্বাচনের কারণে আদর্শ আচরণবিধি লাগু থাকায় কোনও কাজে বিশেষ অগ্রগতি হয়নি। বিশেষত বেশ কয়েকটি জেলায় কাজের ক্ষতি হয়েছে। কারণ, সেসব জেলা প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছিল। গত ৪ মাস ধরে প্রত্যাশামতো কাজ হয়নি। তবে এবার সময় এসেছে, সেই ক্ষতি পূরণ করার। এবার কাজে আরও গতি আনতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন মুখ্যসচিব। সময়ের মধ্যে সমস্ত সরকারি কাজ শেষ করতে হবে বলে সংশ্লিষ্ট দপ্তরের সচিব, আধিকারিকদের মনে করিয়ে দিয়েছেন। বিশেষ জোর দিতে হবে গ্রামীণ উন্নয়ন, স্বাস্থ্য, শিক্ষা, নিয়োগ, যোগাযোগ ব্যবস্থার দিকে। যা এতদিন কার্যত থমকে ছিল।

Advertisement

[আরও পড়ুন: ডাক্তারদের কর্মবিরতিতে আপত্তি, চিনা জুতো শ্রমিকদের প্রসঙ্গ টেনে কী বললেন তৃণমূল বিধায়ক?]

আগামী ৯ তারিখ দুপুর ১টায় নবান্নে প্রশাসনিক কাজের পর্যালোচনা বৈঠকের ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী। তার আগে বিভিন্ন দপ্তরের কাজের অগ্রগতির রিপোর্ট প্রস্তুত রাখতে বললেন মুখ্যসচিব। সেইসঙ্গে বিজ্ঞপ্তিতে এও জানানো হয়েছে, কাজের ক্ষেত্রে কোনওরকম গাফিলতি, ফাঁকিবাজি ধরা পড়লে তা কর্তব্যে নিয়ম লঙ্ঘন বলে ধরে নেওয়া হবে। এই বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে সমস্ত দপ্তরের প্রধান সচিব, জেলাশাসক, রাজ্য পুলিশের শীর্ষ কর্তা-সহ পুলিশ কমিশনার, পুলিশ সুপারদের। ৯ তারিখের বৈঠকে তাঁদের সকলেরই উপস্থিতি আবশ্যক বলে জানা গিয়েছে।

[আরও পড়ুন: আরও রাতে মিলবে হাওড়া যাওয়ার মেট্রো, বদলাচ্ছে সময়সূচি]

২০২৪ এর পূজা সংক্রান্ত সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের দেবীপক্ষ -এর পাতায়।

চোখ রাখুন
Sangbad Pratidin News App

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement